Re: উইন্ডোজে ফোল্ডার শর্টকার্ট সমস্যা ও অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল
ডিরেক্টরির রাইট পারমিশন অন করে দিন। ডিরেক্টরিটি রিড অনলি মুডে আছে।
Re: উইন্ডোজে ফোল্ডার শর্টকার্ট সমস্যা ও অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল
@ সাইফুল ভাই,
একট বিস্তারিত ভাবে যদি বলতেন ডিরেক্টরির রাইট পারমিশন কিভাবে অন করবো ?
আর শর্টকার্ট কিভাবে রিমুভ করবো ?
আশা করি সহযোগীতা পাবো ।
Re: উইন্ডোজে ফোল্ডার শর্টকার্ট সমস্যা ও অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল
Re: উইন্ডোজে ফোল্ডার শর্টকার্ট সমস্যা ও অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল
পিসির এডমিনিস্ট্রেটর একাউন্ট থেকে লগিন করে কাজটা করে ফেলুন।
Re: উইন্ডোজে ফোল্ডার শর্টকার্ট সমস্যা ও অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল
@ সাইফুল ভাইয়া,
আমি তো
পিসির এডমিনিস্ট্রেটর একাউন্ট থেকে লগিন করে আছি ।
কাজটা টিউটোরিয়ালে দেখানোর মতো করেই করলাম, কিন্তু কাজ হচ্ছে না !!!
Re: উইন্ডোজে ফোল্ডার শর্টকার্ট সমস্যা ও অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল
Windows এ ড্রাইভের উপর ক্লিক করে সিকিউরিটি জাতীয় একটা ট্যাব থাকার কথা। এখান থেকে এডভান্স মোডে গেলে আপনাকে ওনারশীপ চেঞ্জ করার অপশন দিবে। আপনার কারেন্ট ইউজার (Admin Account/UserName) আমার ক্ষেত্রে (Admins/Mehedee) বা এই জাতীয় কিছু একটা ছিল। আপনি ওনারশীপ চেঞ্জ করে পারমিশন রিফ্রেশ করে ফেলেন। সময় লাগবে ঠিকই কিন্তু সিস্টেম নিজে থেকেই পুরো ড্রাইভের ফাইল পারমিশন ঠিক করে দেবে। আমি একবার এই ক্যাচাল করেছিলাম নিজে নিজে, নিজেই পরে ঠিক করেছিলাম এভাবে।
Re: উইন্ডোজে ফোল্ডার শর্টকার্ট সমস্যা ও অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল
@ মেহেদী ,
ভাই
এরকম করেও আমার পিসির সমস্যার সমাধান হচ্ছে না !
প্লিজ আরেকটু হেল্প করুন
Re: উইন্ডোজে ফোল্ডার শর্টকার্ট সমস্যা ও অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল
Re: উইন্ডোজে ফোল্ডার শর্টকার্ট সমস্যা ও অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল
I don't understand why same drive showing different name
Re: উইন্ডোজে ফোল্ডার শর্টকার্ট সমস্যা ও অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল
S দিয়ে কোডের মত যে ইউজার গুলা আছে এইগুলা আগের কোন ওএস এর ইউজার ইনফো, আপাতত অপ্রয়োজনীয়, এইগুলাকে রিমুভ মারা হোক। আর এডভান্সে গিয়ে ফুল পারমিশন নিয়ে রিপ্লেস ওনারশীপ দিন। আপনার স্ক্রীনশটের ডায়ালগবক্সের নীচের দিকে।
Re: উইন্ডোজে ফোল্ডার শর্টকার্ট সমস্যা ও অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল
@মেহেদী ভাইয়া,
এখন পর্যন্ত আমার সমস্যার সমাধান করতে পারছি না !!!
শুধুমাত্র যদি পিসির Administrator অ্যাকাউন্টে লগডইন থাকি তাহলে ফাইল রাইট এর কোনও সমস্যা হচ্ছে না !
কিন্তু আমার উইজারনেম অ্যাকাউন্ট (যা Admin এর অন্তর্ভূক্ত) সেই অ্যাকাউন্টে লগডইন থাকলে রাইট করছে না !!!
প্লিজ প্লিজ প্লিজ ভাইয়া,
আমাকে হেল্প করেন ।