টপিকঃ বিএমএ লং কোর্সে ভর্তির আবেদন বিষয়ে
আমার বোন এইবার সেকেন্ড লেফটেন্যান্ট( আর্মি ) পদে দাঁড়িয়েছিল। প্রাথমিক বাছাইয়ে এলাও হয়েছিল। এরপর গত ৪-৫ দিন আগে কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা চিঠি আসে। যাতে ৪ দিনের আরেকটা বাছাইপর্বে অংশগ্রহণের কথা বলা হয়। কিন্তু বিপত্তি বাঁধে বেশ কয়েকটা বিষয় নিয়ে।
যেমনঃ
১. চিত্রে উল্লেখিত ২ এর খ নং এ উল্লেখ আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সনদ ও মার্কসিট অবশ্যই নিয়ে যেতে হবে। কিন্তু আমার বোনতো এইবার HHC পরীক্ষা দিয়েছে। এই ক্ষেত্রে কি করার আছে?
২. চিত্রে উল্লেখিত ২ এর ঙ নং এ উল্লেখ আছে পিতা/অভিভাবকের সাম্প্রতিক আয়কর প্রত্যায়ন পত্রের সত্যায়িত ফটোকপি অবশ্যই লাগবে। আমরা পৌরসভার মধ্যে বসবাস করি। এবং এটা একটা সদর উপজেলার মধ্যে। আর আমাদের কাছে এখনও আয়করের জন্য কোন নোটিশ বা এই সংক্রান্ত কোন লোকও আসেনি। এই ক্ষেত্রে কি করার আছে?
৩. চিত্রে উল্লেখিত ৩ এর খ নং এর ১ এ উল্লেখ আছে কমপক্ষে এক সেট গাঢ় সবুজ ট্রাকসুট এবং কেডস (এক জোড়া) অবশ্যই লাগবে। কেডস তো বুঝলাম বাট গাঢ় সবুজ ট্রাকসুট জিনিশটা ঠিক ক্লিয়ার না। ঢাকায় কোথায় কিনতে পাওয়া যাবে আর দাম কত হতে পারে যদি কেউ ধারণা দিতেন আর পারলে এক কপি ছবি।