Re: যে সাগরে মানুষ ডুবতে পারে না - একটি অভিশপ্ত স্থান
ওটা আসলে বয়ান্সি বা প্লবতার জন্য হয়। মাত্রাতিরিক্ত লবণাক্ততার জন্য (উচ্চমাত্রার ঘনত্ব) নিমজ্জিত হতে চাওয়া বস্তুর উপর তরলের প্রযুক্ত বল ঐ বস্তুর ওজনের থেকে বেশি হওয়ার ফলে ভেসে থাকার প্রবণতা আসে।
তরলের প্রযুক্ত বল > বস্তুর ওজন।
বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়া করে। আর প্লবতা উপরের দিকে। নেট ফোর্স উপরের দিকে হবার কারণেই ভাসে। ইহাতে অন্য কোন কারিগরী নাই