টপিকঃ উইন্ডোজে ফোল্ডার শর্টকার্ট সমস্যা ও অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল
আমি উইন্ডোজ ৮.১ ব্যাবহার করি ।
হঠাৎ করেই আমার পিসির প্রত্যেক লোকাল ড্রাইভের প্রত্যেক ফোল্ডারের শর্টকার্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে গেছে ।
Avast ও AVG অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে মোট ৩-৪ টা ইনফেক্টেড ফাইল পেয়েছিলো !
সেগুলো ডিলিট করেও কোনও ফলাফল পাইনি !
এখনো প্রত্যেক ফোল্ডারের শর্টকার্ট রয়েই গ্যাছে !
আরো বড় সমস্যা হচ্ছে সবগুলো লোকাল ড্রাইভেরই যেকোনও ফাইল ডিলিট করতে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল চাচ্ছে এবং লোকাল ড্রাইভের রুট ডিরেক্টরি ছাড়া এর ভেতরের কোনও ফোল্ডারে নতুন ফাইল রাখা যাচ্ছে না ! [ টরেন্ট বা IDM দিয়ে ডাউনলোড করা ফাইল সেইভ করার সময়] ।
কি ভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি ?
অনুগ্রহ করে সহযোগীতা করুন ।
স্ক্রীনশট :