টপিকঃ ভারতের বাঙালীরা বাংলা লেখার জন্য কি ব্যবহার করে?
আমরা তো বাংলা লেখার জন্য অভ্র ব্যবহার করি। আবার টেক্সট বইয়ে দেখলাম বিজয় ব্যবহার করতে পরামর্শ দেয়া আছে। বিজয়তেও এখন ইউনিকোডে লেখা যায়। আবার মোবাইল থেকে ইউনিকোড আর এএনএসআই কেঁচাল ছাড়াই লিখতে পারতেছি, এটা মনে হয় ডিফল্ট ইউনিকোড। কিন্তু একটা প্রশ্ন অনেকদিন ধরেই মনে ঘুর ঘুর করছে। আমরা ছাড়াওতো ভারতে বাংলা ভাষাভাষী বিশাল জনগোষ্ঠী আছে। তারা বাংলা লেখার জন্য নিশ্চয়ই আলাদা কিছু বানাইছে। জ্ঞানীরা তাদের বাংলা লেখার সফটওয়ার নিয়ে কিছু বলবেন কি?