টপিকঃ ভারতের বাঙালীরা বাংলা লেখার জন্য কি ব্যবহার করে?

আমরা তো বাংলা লেখার জন্য অভ্র ব্যবহার করি। আবার টেক্সট বইয়ে দেখলাম বিজয় ব্যবহার করতে পরামর্শ দেয়া আছে। বিজয়তেও এখন ইউনিকোডে লেখা যায়। আবার মোবাইল থেকে ইউনিকোড আর এএনএসআই কেঁচাল ছাড়াই লিখতে পারতেছি, এটা মনে হয় ডিফল্ট ইউনিকোড। কিন্তু একটা প্রশ্ন অনেকদিন ধরেই মনে ঘুর ঘুর করছে। আমরা ছাড়াওতো ভারতে বাংলা ভাষাভাষী বিশাল জনগোষ্ঠী আছে। তারা বাংলা লেখার জন্য নিশ্চয়ই আলাদা কিছু বানাইছে। জ্ঞানীরা তাদের বাংলা লেখার সফটওয়ার নিয়ে কিছু বলবেন কি?

Re: ভারতের বাঙালীরা বাংলা লেখার জন্য কি ব্যবহার করে?

তারা অভ্র, বিজয় এগুলোই ইউজ করে। তাদের লেখনী আর আমাদের লেখনীতে কিছুটা পার্থক্য থাকায় অভ্রের ভারতীয় সংস্করন দিয়ে তারা লেখে।

Re: ভারতের বাঙালীরা বাংলা লেখার জন্য কি ব্যবহার করে?

বিজয় ব্যাবহার করে যতদুর জানি।

Re: ভারতের বাঙালীরা বাংলা লেখার জন্য কি ব্যবহার করে?

আমি অভ্র ব্যবহার করি ফোনেটিক মোডে । এর কোন জুড়ি নেই আমার কাছে ।

তবে বাংলাওয়ার্ড নামে একটা সফটওয়্যার আগে ব্যবহার করতাম । তখন অভ্রের কথা জানতাম না । আর ব্যবহার করতাম অনলাইন বাংলা কীপ্যাড (ত্রিভুজ প্যাড ইত্যাদি।)

Re: ভারতের বাঙালীরা বাংলা লেখার জন্য কি ব্যবহার করে?

ভারতে বেশি ব্যবহৃত হয় -
শ্রীলিপি, ইন্ডিকা, জিস্ট, আই-লিপ, সুমিত, শতাব্দী, এস.টি.এম

সর্বশেষ সম্পাদনা করেছেন amilee.2008 (০৮-০৮-২০১৪ ২২:০৮)

Re: ভারতের বাঙালীরা বাংলা লেখার জন্য কি ব্যবহার করে?

আমি তো অভ্র কিবোর্ডের পাব্লিসিটি (viva) ভালোই করেছিলাম এককালে,
এখোনো  আমার friend der কে অভ্র ব্যবহার করার পরামর্শ দিই।

প্রজন্ম ফোরাম

Re: ভারতের বাঙালীরা বাংলা লেখার জন্য কি ব্যবহার করে?

Re: ভারতের বাঙালীরা বাংলা লেখার জন্য কি ব্যবহার করে?

জনপ্রিয়তার নিরিখে যথাক্রমে গুগল ইনপুট টুলস আর অভ্র ফোনেটিক। ইমার্জি ট্রেন্ড হল প্রভাত লেআউট।

"No ship should go down without her captain."

হৃদয়১'এর ওয়েবসাইট

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: ভারতের বাঙালীরা বাংলা লেখার জন্য কি ব্যবহার করে?

একদিন লেডিস হলের ঝুপড়ির কম্পিউটার দোকানে দেখলাম এক মেয়ে তুফান গতিতে কিছু একটা টাইপ করছে। আমার বন্ধু সোহাগ ওইটার দিকে ইশারা করে বলল, দেখ ওই কি ফাস্ট টাইপ করতাছে! তার টাইপের গতি দেখে আমার চক্ষু চড়কগাছ। আগ্রহী হয়ে কাছে গিয়ে দেখলাম সে বিজয় দিয়ে এই গতির ঝড় তুলছে।
অভ্র ফোনেটিক হওয়ার কারনে আর বিজয় বাংলা অক্ষরভিত্তিক হওয়ার কারনে কি টাইপিং স্পিডে আদতে কোন তারতম্য হয়? নাকি এটা নিছকই ব্যক্তিগত দক্ষতা?

১০

Re: ভারতের বাঙালীরা বাংলা লেখার জন্য কি ব্যবহার করে?

১১

Re: ভারতের বাঙালীরা বাংলা লেখার জন্য কি ব্যবহার করে?

শামীম ভাইয়ের প্ররোচনায় প্রভাতে শিফট করেছিলাম বেশ কয়েক মাস আগে। টাইপিং স্পীড সামান্য বেড়েছে, এমন উল্লেখযোগ্য কিছু না। তবে ফোনেটিক থেকে সরে গিয়ে সবচেয়ে বড় সুবিধা হয়েছে - ওয়েব-বেজড ফোনেটিক (যেমন এই ফোরামের কীবোর্ড) আর সিস্টেমের সফটওয়্যার ভিত্তিক (অভ্র) ফোনেটিক কীবোর্ডের মধ্যে কিছু তফাৎ আছে (এছাড়া উইণ্ডোজ/লিনাক্স-ম্যাকের ফোনেটিকেও সামান্য পার্থক্য ছিলো সম্ভবতঃ  thinking )। তাই টাইপ করার সময় খেয়াল রাখতে হতো ব্রাউজারে লিখছি নাকি ডেস্কটপ সফটওয়্যারে। এছাড়া, উইণ্ডোজে ফোনেটিকের জন্য আলাদা করে অভ্র ব্যবহার করতে হতো (যেটা কিছুক্ষণ পরেই গড়বড় শুরু করতো)।  hairpull

প্রভাতে শিফট করার পর থেকে সব সমস্যা থেকে মুক্ত।  dancing একুশে.অর্গ-এর প্রভাত কীবোর্ডটা উইন্ডোজ/ম্যাক/লিনাক্সে প্রায় নেটিভ ইনপুটের মত আচরণ করে।

Calm... like a bomb.

১২

Re: ভারতের বাঙালীরা বাংলা লেখার জন্য কি ব্যবহার করে?

যেকয়জনকে বাংলা কীবোর্ডে ঝড় তুলতে দেখেছি সবাই কমবেশি কোন না কোন ফিক্সড লেআউট ইউজার। এখন ফিক্সড লেআউটে এমনিতেই স্পীড একটু বেশি নাকি বেশিরভাগ পাওয়ার ইউজারই ফিক্সড লেআউট ইউজ করে বলে স্পীড বেশি মনে হয় এইটা নিয়া একটু সন্দেহ থেকেই যায়!

আমি যখন প্রথম প্রথম ফোরামিং করতাম তখন আমার ইংরেজীর চেয়ে বাংলায় স্পীড বেশি ছিলো!

১৩

Re: ভারতের বাঙালীরা বাংলা লেখার জন্য কি ব্যবহার করে?

ভাই, 'প্রভাত' কি ইনস্টল দিয়ে ট্রায়াল দিয়া দেখমু নাকি? এখন তো অভ্র ব্যবহার করি। ছাত্রজীবন শেষের দিকে। যেহেতু সাংবাদিকতা নিয়ে পড়ছি, কর্মজীবনে বাংলা টাইপ ওতোপ্রোতো ভাবে জড়িয়ে যাবে। অভ্র ব্যবহার করে কি অফিসিয়াল কাজ করা যাবে? ডিপার্টমেন্টের কম্পিউটার ল্যাবের সব পিসিতে তো দেখি বিজয় দেওয়া। অভ্র নিয়া মাঝে মাঝে উৎকন্ঠা হয়, ভাবি বিজয় তে সুইচ করি। একটা থেইকা আরেকটায় সাবলীল হইতে কেমন ঝামেলা হইতে পারে?

১৪

Re: ভারতের বাঙালীরা বাংলা লেখার জন্য কি ব্যবহার করে?

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

১৫

Re: ভারতের বাঙালীরা বাংলা লেখার জন্য কি ব্যবহার করে?

ধন্যবাদ।

১৬

Re: ভারতের বাঙালীরা বাংলা লেখার জন্য কি ব্যবহার করে?

এস টি এম
বিজয়
অভ্র
বাংলা ওয়ার্ড
এগুলোই বেশি চলে