টপিকঃ জানতে চাই
আমি গতকাল রাতে নিবন্ধিত হয়েছি। গল্প বিভাগে একটা নতুন টপিক পোষ্ট করেছি। ওই টপিকের ভেতরে নতুন পোষ্ট কিভাবে করব? ওই টপিকে ঢুকলেই 'আপনার উত্তর দেয়ার অনুমতি নেই' দেখাচ্ছে। আমার চালু করা টপিকে আমি ২য় পোস্ট কখন/কিভাবে করব? এবং কয়দিন/কিসের ভিত্তিতে আমাকে উত্তর দেয়ার অনুমতি, টপিক এগিয়ে নেয়ার অনুমতি দেয়া হবে? ফোরাম সম্পর্কে আমি খুব কম জানি:( কর্তৃপক্ষ অনুগ্রহ করে সাহায্য করুন
>>>ভাস্করের অসম্পূর্ণ মূর্তির মতন ঘুরে ফিরি।