টপিকঃ "Quantum Vacuum Plasma Thrusters" জ্বালানী বিহীন ধাক্কা
নাসা সম্প্রতি জ্বালানী বিহীন রকেট থ্রাস্টার তৈরী করেছে যাতে মূলত ইলেক্ট্রিসিটি ছাড়া আর কিছু লাগেনা।
সাপোর্টাররা একে মাইক্রোওয়েভ থ্রাস্টার অথবা Quantum Vacuum Plasma Thrusters বলছে। আর অন্যরা একে Anomalous Thrust Device বলে সম্বোধন করছে।
পূর্বের রকেট থ্রাস্টারের জন্য রকেট ফুয়েল লাগতো যা অত্যান্ত ব্যায়বহুল ও ভর ও বেশি। কিন্তু বর্তমানে এই অত্যাশ্চার্য বুস্টারের কারনে সেইসব ভয় নেই। তাছাড়া যেকোনো স্থানে তা রিফিউলিং করা যাবে সোলার প্যানেল দিয়ে। বার বার রিফিউলিং এর ভয় থাকবেনা। সংগে থিওরিটিকালি ইন্টারস্টেলার ট্রাভেল করা সহজ হবে।
নাসা বহু বছর ধরেই এমন সব বুস্টারের ডিজাইন পেয়ে আসছিলো কিন্তু পাত্তা দেয়নি। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আমেরিকান Cannae Drive নামক একটি ডিজাইন তারা গ্রহন করে এবং আশ্চার্যজনক ভাবে তা কাজ করিয়ে ফেলতে সক্ষম হয় Law of conservation of momentum (I have no idea wtf is that ) এর বিপরীতে গিয়ে।
তবে নাসা বর্তমানে বলছেনা ড্রাইভটি কিভাবে কাজ করে। কিন্তু তাদের ভাষ্যমতে এটি ৩০-৫০ মাইক্রো নিউটনের ধাক্কা দিতে পারে যা বর্তমানে ব্যাবহৃত রকেট জ্বালানীর ১০০০ ভাগের এক ভাগ ধাক্কা। তবু্ও এটি জ্বালানী ব্যাবহার না করে এই ধাক্কা উৎপাদন করছে। আসল ইন্ভেন্টরের মতে নাসার পরীক্ষায় সমস্যা আছে, তার ইনভেন্টকৃত থ্রাস্টার আরো বেশি ধাক্কা উৎপাদন করতে সক্ষম। ভবিষ্যতে হয়তো আরো বেশি নিউটনের ধাক্কা উৎপাদন করবে এমন থ্রাস্টার উৎপাদন হবে।
নাসার অফিশিয়াল রিপোর্টঃ http://ntrs.nasa.gov/search.jsp?R=20140006052