Re: The Mother... of all mothers
ডালো দিলাম । প্রিন্ট দিয়ে, হাতে সময় নিয়ে পড়বো । পাতা গুনলাম মাত্র ছয় ! বাঁকি গুলো তাড়াতাড়ি ছাড়েন ।
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » The Mother... of all mothers
ডালো দিলাম । প্রিন্ট দিয়ে, হাতে সময় নিয়ে পড়বো । পাতা গুনলাম মাত্র ছয় ! বাঁকি গুলো তাড়াতাড়ি ছাড়েন ।
লেখার স্টাইল একেবারে ন্যাশনাল জিওগ্রাফীর ডকুমেন্টারী গুলার মত। আমার খুবই ভাল লাগে এই স্টাইল।
লেখাটা শুরু যখন করেছেন, পর্ব আকারে শেষ করাই ভাল হবে। হতে পারে ১০ পৃষ্ঠা করে আলাদা আলাদা লিংক।
গুডো ইনিশিয়েটিভো....
২য় ভাগ আজ পাচ্ছি কি ব্রাশু দা ?
ব্রাশুদা এক কাজ করেন। আমাদের সামনে মুলা ঝুলায়ে রেখে পুরো লেখাটা আসছে বইমেলায় বই আকারে বের করে ফেলেন তারপর আমাদের বইলেন বই কিনে পড়তে
বি.দ্রঃ এই বুদ্ধি দেওয়ার জন্য আপনার রয়্যালটির পাচ পার্সেন্ট পার্সেন্টেজ দাবি করে রাখলুম
ওই সময়ের পৃথিবীর মহাদেশগুলো কাছাকাছি এবং সংযুক্ত ছিলো - ওই জায়াণ্ট সুপার কন্টিনেন্ট-টাকে গণ্ডোলা না কি যেন বলে।
প্যানজিয়া মহাদেশ।
ব্রাশু ভাই প্লীজ লেখাটা শেষ করবেন। এবং অতি দ্রুত শেষ করবেন। অপেক্ষা করতে কষ্ট হচ্ছে।
লেখা সম্বন্ধে কমেন্ট দিবার সাহস করলাম না। কারন এই জিনিসের সমালোচনা করার সামর্থ্য নাই
ব্রাশু ভাই প্লীজ লেখাটা শেষ করবেন। এবং অতি দ্রুত শেষ করবেন। অপেক্ষা করতে কষ্ট হচ্ছে।
লেখা সম্বন্ধে কমেন্ট দিবার সাহস করলাম না। কারন এই জিনিসের সমালোচনা করার সামর্থ্য নাই
আমি আছি কি করতে?? লেখার ফন্ট ভালো হয় নাই ......
ইয়ে মানে পড়া শুরু করতে গিয়েই মনে হল এই কমেন্ট-টা করা দরকার:
ভালো লেখা পড়তে গেলে সবদিক থেকেই ভালো পাবার একটা প্রত্যাশা থাকে, বলতে চাচ্ছিলাম বাংলা বানান সম্পর্কে ভালো জ্ঞান রাখে এমন কাউকে দিয়ে একটু যদি প্রুফ রিডিং করিয়ে বানানগুলো ঠিকঠাক করা হতো... (চূড়ান্ত সংস্করণে করলেই হয়)।
পিডিএফ যখন দিলেন- তাহলে লেখা শেষ হয়ে থাকলে পুরোটা একসাথে দিলেই ভাল করতেন। তবুও অপেক্ষা করব। পুরোটাই পড়তে চাই। তারপর দেখা যাক- কী বলা যায়।
তাড়াতাড়ি শেষ করেন
টপিকটা তোলার জন্য ক্ষমা চাচ্ছি।
ব্রাশুদা, এটা কতদূর এগোলেন? কোন আপডেট নাই কেন?
আমিও একমত। ব্রাশুদা আপডেট চাই।
দুঃখিত! এটা নিয়ে বসার সময় পাচ্ছি না একদমই। ঈদানীং ব্যস্ততা অতিরিক্ত বেড়েছে, আগামী ২-২.৫ মাস থাকবে
গত তারওপর ১ মাসে ২ দফা অসুস্থ হয়ে পড়েছি।
গত তারওপর ১ মাসে ২ দফা অসুস্থ হয়ে পড়েছি।
সবসময় সুস্থতা কামনা করছি এবং আপডেটের আশায় রইলাম।
বইমেলা পার হয়ে গেল আপডেট কই ?
তারা তাড়ি ... শেষ করেন ... অপেক্ষায় আছি ব্রাসু দা ...
ব্রাশু দা এইভাবে আশা দিয়ে নিরাশ করা ভালো না
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » The Mother... of all mothers
০.০৭৬৯৬৫০৯৩৬১২৬৭১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.২৫৩৫০৮৫৬৬৮২৬ টি কোয়েরী চলেছে