টপিকঃ প্রিন্টার, স্ক্যানার কেনার ব্যাপারে হেল্প চাই

আমাকে কেউ বলতে পারেন নিচের বিষয় গুলি সম্পর্কে,

১) আলাদা আলাদা ভাবে প্রিন্টার , স্ক্যানার, আলাদা আলাদা  কেনা ভালো নাকি প্রিন্টার+ স্ক্যানার এক সাথে কেনা ভালো? সেক্ষেত্রে আলাদা আলাদা ভাবে কিনলে কেমন দাম পরবে আর একসাথে কিনতে গেলে কেমন দাম পরবে?

২) প্রিন্টার+ স্ক্যানার+ফটোকপিয়ার এটার মানে একটার ভিতর আমি  ৩ টা   করতে পারব? মানে এটাতে কি ফটোকপি ও করা যাবে? আমি এই বিষয়ে খুব অজ্ঞ, ফটোকপি এক একটা মেশিন এর নতুন দাম তো অনেক ৭০-১ লাখ উপরে, সেক্ষেত্রে প্রিন্টার+ স্ক্যানার+ফটোকপিয়ার  এক সাথে কিনলে দাম কেমন পরবে, আর আলাদা কেনা ভালো নাকি এক সাথে কেনা বেশী সুবিধা, একটু বুঝিয়ে বলতে পারেন কি কেউ?

৩) প্রিন্টার,  স্ক্যানার, ফটোকপিয়ার এগুলা কিনতে গেলে কোন ব্রান্ড এবং কোন মডেল আপনি আমাকে সাজেস্ট করবেন?  এবং কেনার সময় কি কি জিনিষ এর প্রতি লক্ষ্য রাখা উচিত? কোন লিঙ্ক অথবা সাইট এর অ্যাড্রেস দিতে পারেন যেখানে দাম, এবং উপরোক্ত পণ্য সম্পর্কে ভালো মন্দ  ধারনা পেতে পারি?


বিঃ দ্রঃ-  মুলত আমি একটা দোকান দিতে ইচ্ছুক  , যেখানে কম্পোজ, ছবি থেকে ছবি ওয়াশ, ফটোকপি, ফাক্স ইত্যাদি থাকবে, আমি এ ব্যাপারে  খুব এ অজ্ঞ, দয়া করে এই সম্পর্কে যে ভাই যত তুক জানেন, ততোটুক বুঝিয়ে বললেই খুব এ উপকৃত হতাম। সবাইকে ঈদ এর শুভেচ্ছা   smile

Re: প্রিন্টার, স্ক্যানার কেনার ব্যাপারে হেল্প চাই

১ নম্বরের ব্যাপারে আমারও জানার আগ্রহ আছে। দেখা যাক কী তথ্য পাওয়া যায়।

Re: প্রিন্টার, স্ক্যানার কেনার ব্যাপারে হেল্প চাই

" DoN't FoLlOw mE, i'M lOsT tOo "

Re: প্রিন্টার, স্ক্যানার কেনার ব্যাপারে হেল্প চাই

Re: প্রিন্টার, স্ক্যানার কেনার ব্যাপারে হেল্প চাই

আপনি যেহেতু বাণিজ্যিক কাজের জন্য এসব কিনতে চাচ্ছেন সেহেতু আপনার মাল্টি ফাংশান না কিনাই ভাল।ফটোকপিয়ার বলতে আপনি ফটোস্ট্যাট মেশিনের মত সার্ভিস পাবেন না।

এপসন এর মাল্টিপ্রিন্টার কিনলে এক হেডে ১২০০০/১৩০০০ এর মত কপি করতে পারবেন। ক্যানন এর টা দিয়ে ২০০০/২২০০ তাই ফটোকপি মেশিনের সাথে কপিয়ার তুলনা করা বোকামি হবে।

Re: প্রিন্টার, স্ক্যানার কেনার ব্যাপারে হেল্প চাই

Toner ফটোকপি মেশিনের বা লেসার প্রিন্টারে ব্যবহৃত পাউডার যা ড্রাম টাইপের ছোট কন্টেনার আকারে পাওয়া যায়, সোজা কথায় যার মাধ্যমে ফটোকপি বা প্রিন্ট কাগজে হবে। আর হ্যা আপনি এক্সটার্নাল হার্ডডিস্ক নিলে তা আপনি ইউএসবির মাধ্যমে যুক্ত করে তা স্টোরেজ মিডিয়া হিসেবে ইউসাইতে পারবেন..যা কইলেন..মুভি,গান নাটক ইত্যাদি রাখা আর সেয়ার করা। জা্স্ট লাইক এ স্টোরেজ ডিভাইস।..আর আমি কিন্তু অনেককে এই মাল্টিফাংশনাল ফটোকপিয়ার ইউজ করতে দেখছি..তারা এসব শুধু ফটোকপি আর বই একবারে স্ক্যান করে কপি করার কাজে ব্যবহার করে।...আর প্রিন্টার, ফ্ল্যাটবেড স্ক্যানার ছবি থেকে ছবি, কালার ডকুমেন্ট কপি ইত্যদি কাজে ব্যবহার করে..

" DoN't FoLlOw mE, i'M lOsT tOo "