Re: বাংলা লেখা খুবই সহজ: ফোনেটিক বাংলার টিউটোরিয়াল (চলমান...)
আমি অভ্র্র ব্যবহার করি । খুব সহজে লেখতে পারি ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস » বাংলা লেখা খুবই সহজ: ফোনেটিক বাংলার টিউটোরিয়াল (চলমান...)
আমি অভ্র্র ব্যবহার করি । খুব সহজে লেখতে পারি ।
সব পোষ্ট পড়া হয়নি, কেউ প্রশ্নটা করেছে কিনা জানি না।।
স্ব কিভাবে লিখবো আমি এই স্ব টা avro mouse click diye likheche।
আবার স্বরবর্নের পর " ্য" কিভাবে দেব?
যেমন অ্যরন, বা এ্যসিড এগুলি কি-বোর্ড দিয়ে কিভাবে লিখবো?
কেঊ যদি একটু ছোট্ট করে জানায় খুব ভালো হয়...
যেমন অ্যরন, বা এ্যসিড এগুলি কি-বোর্ড দিয়ে কিভাবে লিখবো?
কেঊ যদি একটু ছোট্ট করে জানায় খুব ভালো হয়...
অ্যরন = oZron
এ্যসিড = aZsiD
অ্যরন = oZron
এ্যসিড = aZsiD
ধন্যবাদ ভাই। খুব উপকার হলো
কিন্তু স্ব কিভাবে লিখবো সেটা তো বললেন না, সেটা যদি একটু জানাতেন,
ফোনেটিক এ সংযুক্ত অক্ষর মানে স এর সাথে ব (স্ব, ক্ষ) যোগ করে কিভাবে ? ট্রাই করে দেখলাম কোন অপশন পেলাম না।
ফোনেটিক এ সংযুক্ত অক্ষর মানে স এর সাথে ব (স্ব, ক্ষ) যোগ করে কিভাবে ? ট্রাই করে দেখলাম কোন অপশন পেলাম না।
স্ব = sw
ক্ষ = kkh
অভ্র'র সাথে দেয়া হেল্প ফাইলেই এগুলা আছে।
হুম নিয়ম কোথাও কোথাও ব্যতিক্রমী !!
হ্রদ, উদ্ভটতম, ট্যুরিজমের, , জনৈক, ইউক্রেন, বিদ্রোহী, ঐতিহাসিক , অভ্র দিয়ে লিখুন দেখি............
হ্রদ - hrd
উদ্ভটতম -udvTtm
ট্যুরিজমের - Tyurijomer
জনৈক - jnOIk
বিদ্রোহী-bidrOhI
ঐতিহাসিক -OItihasik
হ্রদ - hrd
উদ্ভটতম -udvTtm
ট্যুরিজমের - Tyurijomer
জনৈক - jnOIk
বিদ্রোহী-bidrOhI
ঐতিহাসিক -OItihasik
বাহ দারুন, আচ্ছা মাইক্রোসফট ওয়ার্ড এ নির্বাচন= nirbacon অভ্র দিয়ে লিখতে পারবেন? অভ্র দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড এ নির্বাচন কিছুতেই লেখা যাই না, একটু আপনি চেস্টা করে দেখেন, এটার কোন সমাধান জানলে আমাকে অবশ্যই বলবেন।
বাহ দারুন, আচ্ছা মাইক্রোসফট ওয়ার্ড এ নির্বাচন= nirbacon অভ্র দিয়ে লিখতে পারবেন? অভ্র দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড এ নির্বাচন কিছুতেই লেখা যাই না, একটু আপনি চেস্টা করে দেখেন, এটার কোন সমাধান জানলে আমাকে অবশ্যই বলবেন।
মাইক্রোসফট ওয়ার্ডে অভ্র দিয়ে নির্বাচন লেখা কোন সমস্যাই নয় ।
আপনি ইচ্ছে করে মজা করছেন না ত ?
নির্বাচন - nirrbacon এটা ফোনেটিকে লিখলাম ।
limon8901 লিখেছেন:বাহ দারুন, আচ্ছা মাইক্রোসফট ওয়ার্ড এ নির্বাচন= nirbacon অভ্র দিয়ে লিখতে পারবেন? অভ্র দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড এ নির্বাচন কিছুতেই লেখা যাই না, একটু আপনি চেস্টা করে দেখেন, এটার কোন সমাধান জানলে আমাকে অবশ্যই বলবেন।
মাইক্রোসফট ওয়ার্ডে অভ্র দিয়ে নির্বাচন লেখা কোন সমস্যাই নয় ।
আপনি ইচ্ছে করে মজা করছেন না ত ?
নির্বাচন - nirrbacon এটা ফোনেটিকে লিখলাম ।
নির্বাচন - nirrbacon এটা সব জাগাই এ লিখতে পারি, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড এ লিখতে গেলে nirbacon= নিব্বাচন হয়ে যাই, যদি ও সাজেস্ট এ নির্বাচন এ দেখায় কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড এ প্রেস করলে বানান টা এটা শো করে নিব্বাচন, আমি স্নাপ শট নিতে পারি না, নয়ত আমি দেখাতাম। ওপেন মাইক্রোসফট ওয়ার্ড এবং টাইপ nirrbacon দেখেন তো নির্বাচন নাকি নিব্বাচন ওঠে।
http://img.im/i/src-47599-nvsn77/8000.jpg
আমার কেন হয় না, আপনার কি মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭? কোথাও কি সেটিং পরিবর্তন করতে হবে?
আমার কেন হয় না, আপনার কি মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭? কোথাও কি সেটিং পরিবর্তন করতে হবে?
ওনার টা যদ্দুর সম্ভব ২০১৩ ভার্সন ।
অবে তার জন্যই এটা হচ্ছে কিনা সেটা বলতে পারছি না ।
দুরুণ শিক্ষামুলক পোস্ট
অনেক সুন্দর হয়েছে,
ধন্যবাদ
প্রতিদিনের খবর অনলাইনে পেতে চোখ রাখুন আজকের প্রসঙ্গ তে
ভালো লাগলো আর্টিকেল টি। আমি মনে করি এখন অফিস-আদালত সব জায়গায় এই ফনেটিক কী-বোর্ডের ব্যাবহার দেওয়া উচিত।
আমার লিখা একটি আর্টিকেল
Solaimanlipi সহ সকল বাংলা ফ্রন্ট ইন্সটেলেশন ও ডাউনলোড(মেগা-পোষ্ট)
খুব ভালো পোষ্ট ধন্যবাদ।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস » বাংলা লেখা খুবই সহজ: ফোনেটিক বাংলার টিউটোরিয়াল (চলমান...)
০.০৮০১৮৩৯৮২৮৪৯১২১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮১.৫০৫০৩৪৪৫৫৬৯ টি কোয়েরী চলেছে