টপিকঃ শেয়ার্ড রিসেলার ও মাস্টার রিসেলার হোস্টিং এর মধ্যে পার্থক্য কী

আমি একটা বিষয় বুঝতে পারতেছি না । হোস্টিং ব্যবসার ক্ষেত্রে শেয়ার্ড রিসেলার হোস্টিং এবং মাস্টার রিসেলার হোস্টিং এর মধ্যে পার্থক্য কী ? একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি । তাই বুঝতে সমস্যা হচ্ছে । অভিজ্ঞরা জানাবেন । আর বাংলাদেশী কোন কোম্পানী আছে কি যারা অল্প লাভে ব্যবসার সুযোগ দিবে ?

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: শেয়ার্ড রিসেলার ও মাস্টার রিসেলার হোস্টিং এর মধ্যে পার্থক্য কী

রিসেলার = শুধু মাত্র সিপ্যানেল বিক্রি করতে পারবেন।
মাস্টার রিসেলার = সিপ্যানেল + রিসেলার বিক্রি করতে পারবেন।

মাস্টার রিসেলার না নেয়াই উত্তম। এর চেয়ে ভিপিএস নেয়া ভাল। আপনার কেমন স্পেস, ব্যান্ডউইথ দরকার?

সালেহ আহমদ'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: শেয়ার্ড রিসেলার ও মাস্টার রিসেলার হোস্টিং এর মধ্যে পার্থক্য কী

২০ জিবি হলেই চলবে । আমি ফোরামের অনেকের কাছ থেকে সালেহ আহমেদ ভাই আপনার কথা শুনেছি । ভাই আপনার এখান থেকে নিলে ভাল রিসেলার হোস্ট এর দাম কত রাখতে পারবেন । অন্য একটি whm এ কয়েকটি সাইট আছে ।

Re: শেয়ার্ড রিসেলার ও মাস্টার রিসেলার হোস্টিং এর মধ্যে পার্থক্য কী

Re: শেয়ার্ড রিসেলার ও মাস্টার রিসেলার হোস্টিং এর মধ্যে পার্থক্য কী

ছোট পরামর্শঃ সিরিয়াসলি ব্যবসা শুরু করতে চাইলে আগে কিছু পড়াশোনা করে নিন, স্পেশালি টেকনিকাল বিষয়গুলোতে।

একজন হোস্টিং প্রোভাইডার যদি TCP/IP কি জিনিস সেটা না জানে, তবে সেটা খুবই দুঃখজনক!

আরেকটা ব্যাপার, সুযোগ থাকলে ওয়ানম্যান শো এড়িয়ে চলুন, কাস্টমারদের সাপোর্ট দিতে সুবিধা হবে। সবাই "সালেহ আহমদ" হতে পারে না!

Re: শেয়ার্ড রিসেলার ও মাস্টার রিসেলার হোস্টিং এর মধ্যে পার্থক্য কী

Re: শেয়ার্ড রিসেলার ও মাস্টার রিসেলার হোস্টিং এর মধ্যে পার্থক্য কী

সালেহ আহমদ'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: শেয়ার্ড রিসেলার ও মাস্টার রিসেলার হোস্টিং এর মধ্যে পার্থক্য কী

ডোমেইন রেজিঃ ও ওয়েবসাইট হোস্টিং এর ব্যপারে বাংলাদেশে "গ্রীন হোস্টিং" ই সেরা। তারা হোস্ট-গেটর এর সার্ভার থেকে হোস্টিং সার্ভিস প্রোভাইড করে। বাংলাদেশের যেকোনো হোস্টিং কোম্পানী থেকে তাদের সার্ভার এর আপ টাইম বেশি।

Re: শেয়ার্ড রিসেলার ও মাস্টার রিসেলার হোস্টিং এর মধ্যে পার্থক্য কী

১০

Re: শেয়ার্ড রিসেলার ও মাস্টার রিসেলার হোস্টিং এর মধ্যে পার্থক্য কী