টপিকঃ ম্যাকে বাংলালায়ন ZTE ইউএসবি মডেম ইন্সটলেশন

প্রিয় ফোরামিকগণ,

ম্যাক ওএস এক্সে বাংলালায়নের ZTE AX226 মডেলের ইউএসবি মডেমটি কাজ করানোর উপায় কি?

সিস্টেমঃ ম্যাকবুক এয়ার, ওএস এক্স ভার্শন 10.9.4।

এই মডেমটি লিনাক্সে কাজ করানো সম্ভব হয়েছে অনেক আগেই (মিনহাজুল হক শাওন এবং অনিরুদ্ধ অধিকারীর প্রজেক্ট)। এটা আমরা অনেকেই জানি। কিন্তু শুধুমাত্র ৩২-বিটে। এখন ম্যাক ওএস এক্স নতুন ভার্শনগুলো শুধুমাত্র ৬৪-বিট। যদিও কিছু এপ্লিকেশন ৩২-বিট মোডে চালানোর ব্যবস্থা আছে (i.e. Firefox)। সেক্ষেত্রে এই মডেমটি কিভাবে কাজ করবে?
আমি মূলত টেলিটক থ্রিজি চালাই। কিন্তু হঠাৎ এক বন্ধুর বাংলালায়ন মডেমটি দিয়ে গেলো প্রায় ১২ গিগা ডাটা সহ। এই ঈদের ছুটিতে সেটা দিয়ে ডাউনলোড করা যাবে  tongue_smile  কিন্তু ম্যাক নিয়ে সমস্যায় পড়েছি। কিভাবে এটা ম্যাকে কাজ করাবো জানা গেলে উপকৃত হতাম। কেউ কি কোন তথ্য দিয়ে সাহায্য করতে পারেন?

ধন্যবাদ।

মুক্ত অভি'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ম্যাকে বাংলালায়ন ZTE ইউএসবি মডেম ইন্সটলেশন

বাংলালায়ন কাস্টোমার কেয়ার এ গেলেই তো তারা কাজটা করে দিবে।

Re: ম্যাকে বাংলালায়ন ZTE ইউএসবি মডেম ইন্সটলেশন