টপিকঃ HP ল্যপ্টপে ৪৩০ মডেল এক্টা।

HP    ল্যপ্টপে ৪৩০ মডেল।   আমি  ওইফাই চালাতে পারছি না। উইন্ডোস ৭ সেটাপ দেয়া।  আপ্নারা আমাকে সাহাজ্জো করুন।

বেকুবে কয় কি?

Re: HP ল্যপ্টপে ৪৩০ মডেল এক্টা।

আপনি ডাক্তারের কাছে গিয়ে- "ডাক্তার সাব আমি অসুস্থ। আমাকে ওষুধ দেন!" বললেই তো আর ডাক্তার আপনাকে ওষুধ দিতে পারবে না! সমস্যা বিস্তারিত বলতে হবে।

Re: HP ল্যপ্টপে ৪৩০ মডেল এক্টা।

আগে দেখুন ওয়াই-ফাই ড্রাইভার সেটআপ করা আছে কিনা??? কন্ট্রোন প্যানেল>নেটওর্য়াক & ইন্টারনেট> ইন্টারনেট & শেয়ারিং সেন্টার> চেঞ্জ এডাপ্টার সেটিং এ যান। এরপর দেখুন ঐখানে দুটি ডিভাইসের আইকন শো করবে। একটি আপনার পিসির ল্যান কার্ডের এবং অন্যটি ওয়াই-ফাইয়ের।

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: HP ল্যপ্টপে ৪৩০ মডেল এক্টা।

ক) বায়োস চেক করুন, ওয়াইফাই রেডিও এনাবল করা আছে কিনা দেখুন, না থাকলে এনাবল করুন।
খ) নেটওয়ার্ক সেটিংস চেক করুন, ডিভাইস ডিজ্যাবল করা আছে কিনা দেখুন, করা থাকলে এনাবল করুন।
গ) ডিভাইস ম্যানেজার চেক করুন, ডিভাইস ড্রাইভার প্রোপারলি কাজ করছে কিনা চেক করুন, না থাকলে ড্রাইভার ইনস্টল করুন।
ঘ) এইচপির সফটয়্যার এনহ্যান্সমেন্ট চেক করুন, সফটয়্যার থেকে ডিজ্যাবল করা আছে কিনা চেক করুন।
ঙ) হার্ডওয়্যার বাটন চেক করুন, হার্ডওয়্যার বাটন থেকে অফ করা কিনা চেক করুন। টগল করুন।

উপরের সমাধানের কোনটা বুঝতে ব্যার্থ হলে গুগোল করুন।

Re: HP ল্যপ্টপে ৪৩০ মডেল এক্টা।