টপিকঃ মোবাইল কিনতে সাহায্য চাই।LG G2,S4,Nexus 5,Oppo find 7,z1,S3
ভাই আমি একটা মোবাইল কিনব জিবনের সবচেয়ে দামি সেট।বাজেট ২০হাজার টাকা(১ টাকাও বেশি না)।Used কিনব যাতে আমার চাহিদা পূরণ করতে পারি।আমার যা দরকারঃ
১)এই দামের মোবাইল এ কি ট্যাবলেট এর পরিবরতে ব্যাবহার করা যাবে মানে web browsing ৭-৮ ঘণ্টা একটানা?তাহলে nexus 9 inch এর জন্য টাকা সেভ করব না
২)megapixel বেপার না কিন্তু রাতে ও দিনে ভাল ছবি তুলতে পারলে হবে noob level এর মত।
৩)non removable battery ওয়ালা মোবাইল কিনা ঠিক হবে?পরে ব্যাটারি পাব কই?আমি এই সেট ৫ বছর মিনিমাম চালাবো।
৪)দারুন ভাবে HD game performance চাই
৫)আশা করি এই দামের সেট দিয়ে বাসার পুরান ফ্ল্যাট টিভি তে RCA cable লাগিয়ে ভিডিও দেখতে পারব।
আমি যেইসব সেট পছন্দ করেছি নিছে দিচ্ছি।আপ্নারা মিনিমাম ৩টা set recommand by serial করিয়েন।
LG G2
or
Samsung S3
or
Samsung S4
or
Nexus 5
or
Sony Z1
or
Oppo find 7