টপিকঃ ওয়ার্ডপ্রেস এ এড প্লেসমেন্ট নিয়ে সমস্যায় আছি।
একটা ওয়ার্ডপ্রেস সাইট ১ বছরের ও বেশি সময় আজাইরা ফেলায় রাখার পর চিন্তা করলাম, এডসেন্স বাদে বাকি এড সাইটগুলোর এড দিব। সেই উদ্দেশ্যে গত কয়েকদিন খেটে সাইটটা দাঁড়া করলাম। বাট ক্যাচাল বাঁধলো সাইটে এড কোড প্লেসমেন্ট নিয়ে। যেমন ধরেন ইনফোলিঙ্ক এর কথা। এরা বলছে জাভাস্ক্রিপ্ট কোডটা </body> এর মধ্যে রাখতে (নিচের চিত্র অনুযায়ী)। বাট আমি যেহেতু ওয়ার্ডপ্রেস এক্সপার্ট না, তাই </body> টা কোথায় পাওয়া যাবে জানি না।
যদিও এদের আবার আলাদা প্লাগিন আছে ওয়ার্ডপ্রেস এর জন্য। কিন্তু ওইটা ডালো করার পর এক্সট্রাক্ট করতে গেলেই নিচের ইমেজের মত একটা ওয়ার্নিং আসে।
কয়েকবার ডালো করার পর ও দেখি একই অবস্থা। এখন কোড প্লেস করা ছাড়া গতি নাই।
পপঅ্যাডস নিয়েও সেইম সমস্যায় আছি। এইখানে আবার বলতেছে <head></head> এর মধ্যে কোড প্লেস করতে (নিচের ছবিতে দেখুন)।
সাহায্যের জন্য টপিকটা করলাম। এনিওয়ান হেল্প মি???