টপিকঃ মেয়েকে রাজকুমারী বানিয়ে দিলেন এক বাবা!
নিজের মেয়েকে রাজকুমারী বানিয়ে দিলেন জেরেমিয়া হেটন! সব বাচ্চা মেয়ের মতই রাজকুমারী হওয়ার স্বপ্ন তার ৭ বছরের মেয়ে এমেলির। একদিন বাবাকে প্রশ্ন করে "বাবা আমি কি কখনোই সত্যিকারের রাজকুমারী হতে পারবনা?" উত্তরে "অবশ্যই হতে পারবে" বলার পর থেকে জেরেমিয়ার শুরু হয় দুনিয়ায় দাবি বিহীন যায়গা খোজা। এবং পেয়েও যায় মিশর আর সুদানের মাঝে ৭৯৫ বর্গমাইলের বিশাল এক যায়গা। যায়গাটার নাম Bir Tawil পুরনো ভুমি বিতর্কের দরুন কোন দেশই এই জায়গা কে এখনো দাবী করেনি।
জেরেমিয়া নিজের ছেলে-মেয়েকে নিয়ে একটা পতাটা ডিজাইন করে এবং নিজে ওখানে গিয়ে উড়িয়ে দেন। ব্যাস! তার দাবী অনুযায়ী যায়গা টা আজ থেকে "দ্যা কিংডম অব নর্থ সুদান" উনি নিজে রাজা এবং তার মেয়ে রাজকুমারী। তার ফেসবুক পোস্টে এখন থেকে তার মেয়েকে রাজকুমারী এমেলি বলে সম্বধোন করার অনুরোধ জানান তার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে।
নতুন রাজা তার পাথুরে রাজ্যকে শস্য ফলানোর উপযোগী করে তোলার পরিকল্পনা করছেন।
শীঘ্রই তিনি সুদান এবং মিশর এম্বাসি তে বৈঠক করবেন তার দাবীর আনুষ্ঠানিক স্বীকৃতি নেয়ার জন্য!
দারুন একটা ব্যাপার! মিশর/সুদান যদি স্বীকৃতি নাও দেয়ে... দাবী অস্বীকার করার আগ পর্যন্ত... কয়েকদিনের জন্য হলেও তার মেয়ে সত্যিসত্যিই রাজকুমারী!! আর স্বীকার করে নিলে তো কথাই নেই!!!