Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা
জার্মানী জিতে গেল। তবে নেদারল্যান্ডিয়ানদের দুঃখ। এত ভালো খেলেও ওরা ফস্কে যায়। তবে পুরো খেলায় জার্মানীর ডিফেন্স হতাশাজনক ছিল। তবে এক্সট্রা টাইমের লাস্ট ১৫মিঃ মোটামুটি ডিফেন্স ছিল
একদম মনের কথা বলেছেন বাপ্পা দা আহ ! নেদু
আর হ্যা জার্মানির ডিফেন্স দুর্বল ছিল আব্বুকে বলছিলাম জার্মানি গোল খাবে বলতে বলতেই হেগুইন গোল করে বসলো কিন্ত ভাগ্য তাদের সঙ্গে ছিলো না নাহলে এই গোলটাই হয়তো লিখে দিতো নতুন ইতিহাস , কাপ উঠতো জাদুকর মেসির হাতে