টপিকঃ CodeBlocks 12.11 তে প্রোগ্রাম রান করতে পারছি না
আমি ,
লিনাক্স মিন্ট ১৬ KDE (32 বিট) ব্যাবহার করি ।
প্রথমে
https://apps.ubuntu.com/cat/applications/codeblocks/ এখান থেকে CodeBlocks 12.11 ইনস্টল করি । এরপর টার্মিনালে
sudo aptitude install build-essential
কমান্ড দিয়ে build-essential ইনস্টল করলাম ।
তারপর CodeBlocks 12.11 চালু করে একটা Simple Program লিখলাম , কিন্তু রান হচ্ছে না ।
স্ক্রীনশট :
এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি ।