টপিকঃ পক্ষপাতদুষ্ট ফোরাম: আর কত? মন বড় করুন...

...........অতপর পোষ্টটি বন্ধ! হাহাহাহাহাহা  lol lol lol lol lol lol lol
কলিজায় পানি ঢেলে ফোরাম খোলাই শ্রেয়। আলতু ফালতু কিছু ছোট মন মানষিকতা সম্পন্ন মানুষ এ ধরনের আচরন করে। কোত্থেকে ওঠে এসেছে কে জানে?
জবাব দেয়া না গেলে আমার একাউন্ট, ফোরাম নাস্তিক বন্ধ করুন।

Re: পক্ষপাতদুষ্ট ফোরাম: আর কত? মন বড় করুন...

পোস্টটা বন্ধ করা উচিত হয়নি।

সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (১২-০৭-২০১৪ ০০:৩০)

Re: পক্ষপাতদুষ্ট ফোরাম: আর কত? মন বড় করুন...

আবার জানা-অজানায় পোস্ট  hmm
thumbs_down
বলতে বাধ্য হচ্ছি: ফোরামটারে পঁচায়া ফেললো ... ...

ফোরামের মডারেটরগণ যা সিদ্ধান্ত নেন সেটা পছন্দ না হলে আপীল করার জন্য সভ্য পদ্ধতি আছে। একান্তই মেনে নিতে না পারলে এই ফোরামে থাকা উচিত নয়। কারন মডারেটর আর অ্যাডমিনগণের সিদ্ধান্তই চূ্ড়ান্ত।

Re: পক্ষপাতদুষ্ট ফোরাম: আর কত? মন বড় করুন...

হা হা হা। আমি এঁকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম। সহজে কাউকে ব্যন করি না আমি। কিন্তু এর বোধহয় খুব মরিবার সাধ জাগিয়াছিল! কী আর করার? উত্তর আবার দেবার কী আছে? বলেছিই তো। ভাল না লাগলে সমমনা ফোরামে বেছে নেয়া উচিত। কেউ এখানে কাউকে জোর করে ধরে রাখে না। আপনি কোথায় কথা বলছেন, বলার আগে দেখে নেয়া ভাল কে শুনছে বা পড়ছে। আর ব্যবহার -এ মানুষের পরিচয় পাওয়া যায়। ভাল থাকুন।

Re: পক্ষপাতদুষ্ট ফোরাম: আর কত? মন বড় করুন...

প্রজন্ম ফোরাম

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: পক্ষপাতদুষ্ট ফোরাম: আর কত? মন বড় করুন...

ভাই কাহিনী বুঝলাম না।

Re: পক্ষপাতদুষ্ট ফোরাম: আর কত? মন বড় করুন...

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত