টপিকঃ মন্টু ও নাপিত
চালাক মন্টু একবার ফন্দি আটলো যে, নাপিত কে আজ দেখাবে মজা।
সেলুনে গিয়ে চেয়ারে বসে চুলের বিভিন্ন কাটিং ও এর পাশে লেখা কাটিং এর মূল্য পরখ করে বলল, সবার উপরে যে কাটিং আছে সেটা কাট।
নাপিত কাটলো।
মন্টু কতক্ষণ মাথা হাতিয়ে বলল, সুন্দর না। পরের কাটিং টা লাগা।
নাপিত লাগালো।
মন্টু আবার বলল, সুন্দর না। পরের টা মার।
নাপিত মারলো।
এরকম করে মন্টু বলল, সুন্দর না। সর্বশেষ যেটা আছে ওইটা কাট।
মন্টু এবার টাকলু। নাপিত কে দুই টাকা ধরিয়ে যেতে উদ্যত হলে, নাপিত বলল আপনার বিল হইছে ৮০ টাকা আপনি ২ টাকা দ্যান ক্যা?
মন্টু বলল, ওই লিষ্টে দেখ, টাকলু এর মূল্য ২ টাকা।
লোক আসলো, তর্ক বাজলো, মন্টু সবারে বলল, দেখেন তো আমার মাথা আর নাপিতের লিষ্ট। বিল তো ২ টাকাই।