টপিকঃ পানবিবির প্রশ্ন
সমস্যাটা আমার ভাইয়ের।
তার একাউন্ট থেকে কোন টপিক বা কমেন্ট পোস্ট সাবমিট করলে পানবিবি বাংলাদেশের রাজধানী জানতে চায়। ঢাকা/Dhaka বলার পরও একই পেইজ বার বার লোড হয় যা কয়েকদিন আগেও হত না।
সমস্যাটার কারণ ও সমাধান কি হতে পারে?
* OS (উবুন্টু ও উইন্ডোজ) পরিবর্তন করেও দেখা হয়েছে।
* কম্পু পরিবর্তন করেও দেখা হয়েছে।
কথাটা মিছা না..