Re: বিদ্ধস্ত ব্রাজিলের সামনে দানব জার্মানি
বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল হজম করার রেকর্ড কাদের দখলে ? গোল হজম করার দৌড়ে ব্রাজিল কত নম্বরে আছে ??
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ফুটবল » বিদ্ধস্ত ব্রাজিলের সামনে দানব জার্মানি
বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল হজম করার রেকর্ড কাদের দখলে ? গোল হজম করার দৌড়ে ব্রাজিল কত নম্বরে আছে ??
ব্রাজিল-জার্মানির সেমিফাইনাল বিশ্বকাপের ইতিহাসে যেন রেকর্ড গড়ার এক খেলায় পরিণত হয়েছে। মাত্র ৬মিনিটে ৪ গোলের রেকর্ড হলো এই খেলায়। এমন অল্প সময়ে এভাবে গোলের বন্যা দেখার সুযোগ কোনদিন আর দর্শকরা পাবেন কীনা একমাত্র সৃষ্টিকর্তাই হয়তো তা বলতে পারবেন।
এখনও সম্ভবত সবচেয়ে বেশি গোলের ম্যাচ—অস্ট্রিয়া ৭-৫ সুইজারল্যান্ড, ১৯৫৪
দানব যে এটা প্রমাণ করেই ছাড়ল
আর্জেন্টিনার কি হপে গো ....
![]()
![]()
![]()
কিছুই হবে না। এখন পর্যন্ত বিশ্বকাপে কোন দলই ধারাবাহিক ভালো খেলে নি। জার্মানী প্রথম ম্যাচে পর্তুগালকে চার গোলে উড়িয়ে দিয়ে পরের ম্যাচেই ভাগ্যগুনে ড্র করেছে। আবার হল্যান্ডও প্রথম ম্যাচে স্পেনকে ৫ গোলে (এর তিনটাই স্পেন কনসিড করেছে) উড়িয়ে অস্ট্রেলিয়ার অনভিজ্ঞতার সুযোগে তাদের বিপরীতে জয় পেয়েছে। তাই বিশ্বকাপের প্রতিটা ম্যাচকে আলাদা হিসাবে দেখা উচিত। একজন তারকা খেলোয়াড় যতই নিস্প্রভ থাক তবু তিনি দলে বা মঠে থাকা মানে বিপক্ষ দলকে তার জন্য আালাদা পরিকল্পনা কিংবা দুই-তিন জন খেলোয়াড়কে তার প্রতি যুক্ত করা (এটা এক ধরণের ডিস্ট্র্যাকশন)। নেইমার এবং সিলভা না থাকায় ব্রাজিলের মধ্যমাঠ ও ডিফেন্সের ভারসাম্য নষ্ট হয়েছেন ফলে জার্মানী নির্ভার হয়ে খেলেছে। আমি বলছি না তারা থাকলে জার্মানী জিতত না তবে খেলাটা আরো প্রতিযোগিতামূলক হত। আর্জেন্টিনা যদি ভাগ্যের সহায়তা পেয়ে থাকে তবে অন্য দলগুলাও কম বেশী পেয়েছে। আর্জেন্টিনার বিপরীতে হল্যান্ডকে যথেষ্ঠই ঘাম ঝরাতে হবে।
ব্রাজিল আর আর্জেন্টিনা এরা দু'দলই স্লো, শর্ট পাসের ফুটবল খেলেন, আর জার্মান আর নেদারল্যান্ড খেলেন ফার্স্ট, লং পাশের খেলা খেলেন, তবে এটা সত্যযে জার্মান এবারের নেদারল্যান্ড থেকে অনেক শক্তিশালী
আজকের খেলার সম্ভাব্য কিছু ঘটনাঃ
১) রবেন এবার আর্জেন্টিনার ডিফেন্সের ভালো করে পরীক্ষা নিবে ! গোল না পেলেও পেনাল্টি আদায় করে নেবে ।
২) মেসিকে আটকাতে গিয়ে নেদাল্যান্ডসের ডিফেন্স খুলে যাবে আর তার ফলে একটি গোল!
৩) নেদারল্যান্ডস প্রতিশোধ খুব ভালো করেই নিতে পারে । স্পেন তাদেরকে ২০১০ ফাইনালে হারিয়েছিল তাই এবার বিশ্বকাপে তারা ভয়ংকরভাবে প্রতিশোধ নিয়েছে । আর্জেন্টিনা ১৯৭৮ সালের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা নিয়েছিল তাই এবার আর্জেন্টিনাকে খুন করার পালা!
৪) মেসি ফ্রিকিক থেকে গোল করবে ।
৫) নেদারল্যান্ডসের কোন বদলি খেলোয়াড় আবারো নায়ক হবে ।
৬) দারুন সুযোগ পেয়েও তা মিস্ করবে রবেন ।
৭) রেফারি নিয়ে ভালোভাবেই বিতর্ক হতে পারে ।
সব মিলিয়ে খেলাটি চমৎকার হবে আর জার্মানের সাথে আর্জেন্টিনা ফাইনালে মুখা মুখি হবে
ব্রাজিল-জার্মানির সেমিফাইনাল বিশ্বকাপের ইতিহাসে যেন রেকর্ড গড়ার এক খেলায় পরিণত হয়েছে। মাত্র ৬মিনিটে ৪ গোলের রেকর্ড হলো এই খেলায়। এমন অল্প সময়ে এভাবে গোলের বন্যা দেখার সুযোগ কোনদিন আর দর্শকরা পাবেন কীনা একমাত্র সৃষ্টিকর্তাই হয়তো তা বলতে পারবেন।
এখনও সম্ভবত সবচেয়ে বেশি গোলের ম্যাচ—অস্ট্রিয়া ৭-৫ সুইজারল্যান্ড, ১৯৫৪
nope
Yugoslavia-Zaire 9-0 ১৯৭৪
আউল লিখেছেন:এখনও সম্ভবত সবচেয়ে বেশি গোলের ম্যাচ—অস্ট্রিয়া ৭-৫ সুইজারল্যান্ড, ১৯৫৪
nope
Yugoslavia-Zaire 9-0 ১৯৭৪
সবচেয়ে বেশি গোলের ম্যাচ হিসাবে আউল ভাইয়ের টা ঠিক আছে, আপনারটা হচ্ছে সবচেয়ে বড় ব্যবধানে জয়
নিচের তিনটা হচ্ছে সবচেয়ে বড় ব্যবধানে জয় (৯ গোল):
Hungary (9) vs South Korea (0), 1954;
Yugoslavia (9) vs Zaire (0), 1974;
Hungary (10) vs El Salvador (1), 1982.
ইয়েস এক খেলায় ১২ গোল
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ফুটবল » বিদ্ধস্ত ব্রাজিলের সামনে দানব জার্মানি
০.০৭০৫৮৫৯৬৬১১০২২৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮২.৪১৮৬০১৪৮১৪৬১ টি কোয়েরী চলেছে