টপিকঃ স্কলারির ভুল কৌশলে ব্রাজিল ধ্বংস
ব্রাজিল যেভাবে খেলা শুরু করেছিল তা দেখে আমার ভাই খুশি হয়ে বলেছিল যে ব্রাজিলই এবার বিশ্বকাপ জিতবে কিন্তু আমি বলেছিলাম "ব্রাজিল ধ্বংস হবে" । আমার এ কথা শুনে সে অবাক হলেও পরে বুঝতে পারলো যে জার্মানির মতো দলের বিপক্ষে এতো বেশি প্রেসিং ফুটবল খেলা উচিত না । জার্মানি এবারের বিশ্বকাপে পাসিং ফুটবল খেললেও বরাবরের মতো তারা কাউন্টার অ্যাটাকিং এ দুর্দান্ত । তাদের পাসিং অসাধারণ এবং কাউন্টার অ্যাটাকিং এ তারা ভয়ংকর একথা আর্জেন্টিনা পর্তুগালের জানা থাকলেও ব্রাজিলের জানা ছিল না কিন্তু এবার তারা জানলো !
জার্মানির মতো দলের বিপক্ষে যখন ব্রাজিলের চারজন ডিফেন্ডারের তিনজনই খুব বেশি উপরের দিকে উঠে যায় তখন এরকম খারাপ অবস্থা হতেই পারে (এর চেয়ে খারাপ অবস্থা হওয়াও অসাভাবিক ছিল না) ! স্কলারি কি ভেবে এভাবে ব্রাজিলকে খেলালো এর উত্তর একমাত্র তিনিই দিতে পারে । তবে তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে এভাবে না খেলালেই হয়, তা না হলে বিশ্বকাপ রেকর্ডবুকের সেরা দলের আরেকটি নিকৃষ্ট রেকর্ড হতে পারে ।