টপিকঃ বিদ্ধস্ত ব্রাজিলের সামনে দানব জার্মানি
নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় অনেকে মারাত্মক কষ্ট পেয়েছেন । কারণ "মেসি বনাম নেইমার" যে আর হওয়ার সম্ভাবনা নেই । এরকম গুরুত্বপূর্ণ সময়ে এসে নেইমারকে ছাড়া ব্রাজিলের ফুটবল খেলতে একটু বেশিই কষ্ট হবে ।
প্রতিপক্ষ জার্মানির ভালো তারকা খেলোয়াড়ের অভাব নাই । অ্যাটাকিং-এ তাদের রয়েছে অভিজ্ঞ ক্লোসা, ফর্মে থাকা মুলারের মতো খেলোয়াড়, মিডফিল্ডে ওজিল এর সাথে আছে গোতজে, শোয়েন্সটাইগার, খেদিরা...... ডিফেন্সেও আছে এক ঝাক তারকা খেলোয়াড় ! এরকম প্রতিপক্ষের বিপক্ষে ব্রাজিল চাইবে রোনালদো, রোনালদিনহোর মতো খেলোয়াড়কে কিন্তু কিসের কি! তাদের স্পেশাল খেলোয়াড় এখন একজনই এবং তার বিশ্বকাপ শেষ । অনেকেই বলে ব্রাজিলের স্কোয়াডে নাকি ফ্রেডের মতো বাজে স্ট্রাইকার কখনোই ছিল না । অনেকে আবার দুঃখ করে বলে ফ্রেডের বদলে কাকাকে নিলে ভালো হতো । কোয়ার্টার ফাইনালের হিরো থিয়াগো সিল্ভাও থাকবে না জার্মানির বিপক্ষে । ব্রাজিলের সমর্থকরা নিশ্চয় এরকম বাজে অবস্থা আশা করে নি ।
এখন জোড়াতালি দিয়ে যে দলটা বানানো হবে তাতে নেইমারের জায়গায় উইলিয়ানকে দেখা যাবে বলেই অনেকের ধারনা । উইলিয়ান খুবই ভালো খেলোয়াড়, চেলসিতে সে ভালোই খেলে কিন্তু ব্রাজিলে নেইমারের মতো ফর্মে সে নেই । এই অস্কার আর কনফেডারেশন কাপের অস্কারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য । এখন অধারাবাহিক হাল্কের দিকেও ব্রাজিলের তাকিয়ে থাকতে হবে । তবে ভাগ্য ভালো যে ব্রাজিলের ডিফেন্সে আরো অনেক ভালো খেলোয়াড় রয়েছে ।
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস্ এর ম্যাচের ভাগ্য যেমন বাজে ডিফেন্সে বদলে যেতে পারে তেমনি ব্রাজিল বনাম জার্মানির ম্যাচের ভাগ্য বাজে অ্যাটাকিং এর কারনে বদলে যাবে ।