Re: বিদ্ধস্ত ব্রাজিলের সামনে দানব জার্মানি
ব্রাজিলের স্বপ্ন চ্যাম্পিয়ন হওয়ার চেস্টা আর জামার্নীর স্বপ্ন প্রতিশোধ , দেখা যাক কে জেতে
Re: বিদ্ধস্ত ব্রাজিলের সামনে দানব জার্মানি
দুই রকম প্রত্যাশা করছি।
১। ব্রাজিল ফাইনালে উঠুক এবং ওদিকে আর্জেন্টিনা ফাইনালে উঠুক; তাতে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখার সুযোগ হবে।
২। জার্মানী ফাইনালে উঠুক এবং ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাক। তাহলে ১৯৯০, ২০০৬ ও ২০১০ সালের হারের বদলা নেয়া হবে।
অত:পর যারাই জিতুক আপত্তি নাই, শুধু প্রতিপক্ষরূপে আর্জেন্টিনাকে ফাইনালে চাই।
Re: বিদ্ধস্ত ব্রাজিলের সামনে দানব জার্মানি
5-0 in 29 min
Re: বিদ্ধস্ত ব্রাজিলের সামনে দানব জার্মানি
৫-০
আর্জেন্টিনার কি হপে গো ....
Re: বিদ্ধস্ত ব্রাজিলের সামনে দানব জার্মানি
Re: বিদ্ধস্ত ব্রাজিলের সামনে দানব জার্মানি
ঘুম থেকে উঠে টিভি ছেড়ে এইটা কি দেখলাম আমি অলরেডি ৫ টা খাইছে
যদিও আমি জার্মানীর সাপোর্টার তবে এইরকমটা আশা করি নাই
৯ ০৯-০৭-২০১৪ ০২:৫২ সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (০৯-০৭-২০১৪ ০২:৫৬)
Re: বিদ্ধস্ত ব্রাজিলের সামনে দানব জার্মানি
হা হা হা । খেলা দেখা হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল। গো জার্মানী গো (Y) । দোয়া করি যেন আগামীকালকে আর্জেন্টিনাও এক হালি গোল খায়
প্রথম ২০ মিনিটের খেলা দেখে মনে হচ্ছিল ব্রাজিল মিনিমান ৩ গোল দেবে । কিন্তু এখন তাদের টার্গেট কেমনে খেলা তারাতাড়ি শেষ করা যায় । একটা তো মনে হয় হ্যান্ড বল হয়ে ছিল - ব্রাজিলের D-box এর ভেতরে । সেটা পেনাল্টি দিলে তো ৬ টা হয়ে যেত।
Re: বিদ্ধস্ত ব্রাজিলের সামনে দানব জার্মানি
Re: বিদ্ধস্ত ব্রাজিলের সামনে দানব জার্মানি
১০ হওয়ার প্রবল সম্ভবনা ছিলো। শেষ পর্যন্ত ৭ টা। অনেকদিন পর খেলা দেইখা এরকম বিনুদুন পাইলাম।
Re: বিদ্ধস্ত ব্রাজিলের সামনে দানব জার্মানি
হাফ টাইমে সম্ভবত স্কালারী বা ব্রাজিল সরকার স্পেশাল রিকুয়েষ্ট পাঠাইছে যেন তাদের প্যান্ট খোলার পরেও জাঙ্গিয়া না খোলা হয়.......
তাইতো জামর্ানরা শেষ দিকে ব্রাজিলের বক্সে আক্রমন করেও আবার ব্যাক পাস করে নিজেদের গোলকিপারের কাছে পাঠায়া দিছে.......। আর ব্রাজিলিয়ানরা আক্রমনে এলেও তাদের পুরা গাছাড়া ভাব যেন সবাই রোজা রাইখ্যা খেলতাছে.......
Re: বিদ্ধস্ত ব্রাজিলের সামনে দানব জার্মানি
সো, গোলের ধরনটা হইলো এমন:
G-E-R-M-A-N-Y -> 7 টাই গোল দিসে।
Brazil এর কিছু করার নাই, এরা একটা গোল নিয়ে গেল নেইমারের জন্য।
Re: বিদ্ধস্ত ব্রাজিলের সামনে দানব জার্মানি
দুই হালি দেখার খায়েশ ছিল। তবে ব্রাজিলিয়ানদের জন্য মায়া লাগছে। হাজার হোক স্বাগতিক দেশের এমন পরিণতি সহ্য করা কঠিন
Re: বিদ্ধস্ত ব্রাজিলের সামনে দানব জার্মানি
এটা যেন ঠিক বিশ্বকাপে দেশের মাটিতে বাংলাদেশের বেইজ্জতি হবার মতো। নেদারল্যান্ডস অনুপ্রাণিত হবে এটা দেখে, আর্জেন্টিনাকেও শুরুতেই চেপে ধরতে চাইবে ওরা।
১৯ ০৯-০৭-২০১৪ ১১:১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন আউল (০৯-০৭-২০১৪ ১১:২১)
Re: বিদ্ধস্ত ব্রাজিলের সামনে দানব জার্মানি
ব্রাজিল এভাবে এত গোল অল্প সময়ের ভিতরে খাবে ,এটা কি জার্মানীও প্রথমে বিশ্বাস করতে পেরেছে?
অনেকে বলেন মাসটি জুলাই মানে ৭ হওয়ায় তারা ৭টি গোল দিয়েছেন, এটা যদি ডিসেম্বর মাস হতো?
অনেকে বলেন ২০১৪ বৎসরটিকে স্বরনীয় করে রাখার জন্য ৭টি গোল = ২০১৪ = ২ + ০+১+৪= ৭
Re: বিদ্ধস্ত ব্রাজিলের সামনে দানব জার্মানি
শিরোনামে বদনাম,
দেয়নিতো কেউ দাম,
গরীবের কথা নাকি বাসি হলে ফলে;
অসহায় চেয়ে দেখা গোল ভরা জালে!