টপিকঃ রাউটার অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়!

রাউটার মডেল TD W8961ND

ADSL Router. তবে এটাকে আপাতত রিলে রাউটার হিসেবে কাজে লাগাচ্ছি। ব্রডব্যান্ডের আইপি এড্রেস রিলেতে বসিয়ে দিয়েছি এবং আরেকটা রাউটার থেকে তার ওটার মধ্যে ইনপুট করা আছে।

সমস্যা হচ্ছে কিছুক্ষণ পর পর অটো ডিসকানেক্ট হয়। ইরর লগে এটা পেলাম।

1/1/2000 0:0:2> MPOA Link Down
1/1/2000 0:0:2> LAN promiscuous mode <1>
1/1/2000 0:0:2> main: init completed
1/1/2000 0:0:2> adjtime task pause 1 day
1/1/2000 0:2:4> WANIPConnection->GetGenericPortMappingEntry failed

টাইম ঠিক করে দেখেছি। ঠিক থাকে না।

সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (০৬-০৭-২০১৪ ২২:২১)

Re: রাউটার অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়!

বেশ কয়েকটি এডিএসএল রাউটারে এধরণের ঝামেলা দেখেছি। মূল কাল্প্রিট সম্ভবত "MPOA Link Down"-এটা। কারণটা সঠিক জানা নেই তবে টেলিফোন/লাইন/রাউটার/মডেমের ইন্টারনাল প্রব্লেমের জন্য হতে পারে।

Re: রাউটার অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়!

Re: রাউটার অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়!

......সম্ভবত টিপি লিংকই আসল দোষী.......। এর কারন হতে পারে তোমার অন্য রাউটারের সাথে কনফ্লিক্ট কিংবা ওই টাইমের কারনে (আসলে টাইমের কারনে হওয়ার কোন কারন নেই.....কিন্তু টাইম সেট করার পরে সেটা ঠিক না থাকাটাও আজিব।)

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

Re: রাউটার অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়!

Re: রাউটার অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়!

কিছুদিন আগে টিপি লিংক কিনেছি, ভালোই  সার্ভিস দিচ্ছে ।

তোমার সমস্যাটা সম্ভবত রাউটারের ফার্মওয়ার সম্পর্কিত । OpenWRT/DDWRT ফ্লাশ করে দেখতে পারো ।

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: রাউটার অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়!

Re: রাউটার অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়!

পেইন দিয়াই যাইতাছে রাউটার টা। সামনের মাসে আসুস কিনব।