টপিকঃ আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস্
সেমিফাইনালের দুটি হাইভোল্টেজ ম্যাচের মধ্যে একটি হলো আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস্, যে খেলাটি ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্টিত হবে । খেলাটির আকর্ষণ ব্রাজিল বনাম জার্মানির ম্যাচের চেয়ে কোন অংশে কম নয় । তাছাড়া উক্ত ম্যাচের দুই দলে রয়েছে মেসি এবং রবেনের মতো সময়ের সেরা ড্রিবলার যারা একাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে । দুর্দান্ত ম্যাচ হবে কোন সন্দেহ নেই । অনেকের মতে আর্জেন্টিনাই হবে জয়ী দল তবে আমার মতে আর্জেন্টিনার হারার সম্ভাবনা বেশি । কারন দুই দলের আক্রমন ভাগ শক্তিশালী হলেও আর্জেন্টিনার ডিফেন্স খুব একটা ভালো নয় ।
নেদারল্যান্ডস্-এর ডিফেন্স নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না । তাদের বিপক্ষে গোল হয়েছে চারটি যার মধ্যে দুইটি হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ।
অপরদিকে আর্জেন্টিনার ডিফেন্স অনেকটা দুর্বল । তাদের বিপক্ষে গোল হয়েছে তিনটি যদিও তাদের প্রতিপক্ষ স্পেন কিংবা চিলির মতো কোন শক্তিশালী দল ছিল না । তারা যে তিনটি গোল হজম করেছে তার দুইটি হলো দুর্বল ডিফেন্সের জন্য এবং তাদের প্রতিপক্ষ দল অনেক সুযোগ তৈরি করলেও গোল দিতে পারেনি হাস্যকর ভুলের জন্য, তাই আর্জেন্টিনাকে একটু বেশিই ভাগ্যবানই বলা যায় ।
উক্ত ম্যাচের ভাগ্য তাই বাজে ডিফেন্সই নির্ধারণ করে দিবে কারণ মেসি, হিগুয়াইন (ডি মারিয়া তো থাকবে না!) এর মতো খেলোয়াড় আর্জেন্টিনা থাকলেও প্রতিপক্ষের আছে রবেন, পার্সির মতো ভয়ংকর খেলোয়াড় । কিন্তু নেদারল্যান্ডস্ এর ডিফেন্সের সাথে যে আর্জেন্টিনার ডিফেন্সের তুলনা হয় না ...