সর্বশেষ সম্পাদনা করেছেন আউল (০৭-০৭-২০১৪ ১৭:০২)

টপিকঃ নিন্দা ঝড়ে বিধ্বস্ত সাকিব

Re: নিন্দা ঝড়ে বিধ্বস্ত সাকিব

বাংলাদেশের মিডিয়া তিল কে তাল বানাতে খুব ভাল পারে

সত্য কাজে কেউ নয় রাজি  সবি দেখি তানানা

Re: নিন্দা ঝড়ে বিধ্বস্ত সাকিব

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন শুভ১৭১ (০৬-০৭-২০১৪ ২২:১৬)

Re: নিন্দা ঝড়ে বিধ্বস্ত সাকিব

সাকিবকে নিয়ে যা হচ্ছে, তা আমাদের নীচু মানসিকতারই পরিচায়ক। আমরা গুনীকে সম্মান করতে জানিনা। গতকাল লোটাস কামাল সাকিবকে নিয়ে মিডিয়ার সামনে যা বলল, তাতে আমাদের মানসিক হীনমন্যতাই ফুটে উঠল।

১.  হ্যাঁ সাকিব অনেক উপার্জন করেছে। পৃথিবী সব দেশের সেরা খেলোয়াড় রা ই এর চেয়ে অনেক বেশী উপার্জন করে, এটা বৈধ আয়,  এটা শেয়ারবাজার লুট করে সুইস ব্যাংকে জমানো আয় নয়। সাকিব বিদেশ থেকে ডলার নিয়ে আসে, আর আপনারা ডলার পাচার করেন।

২. পৃথিবীর সেরা খেলোয়ড় দের কেই অন্য দেশের প্রতিযোগিতা গুলোতে ডেকে নেয়। নেইমার যখন ইউরোপে খেলতে যায়, ব্রাজিলিয়ানরা আনন্দিত হয়। হ্যাঁ সাকিব বিদেশে খেলতে গেলে আমি আনন্দিত হই, কিন্তু বিসিবির অনেকে এবং অনেক বাংগাল আনন্দিত হয় না।

৩. ওয়েস্ট ইন্ডিজ এর ফাস্ট পিচে ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলারদের বিরুদ্ধে খেলা তার অভিজ্ঞতা অনেক বাড়িয়ে দিত, যা হাতুরে হাতুরু সিংহের প্রশিক্ষনের চাইতে দেশের অনেক লাভ হত।

৪. সাকিব টাকার জন্য দেশের জন্য খেলবে না, এটা যারা বিশ্বাস করে, তারা বোকার সপ্তম স্বর্গে বাস করে।

৫. সাকিব ফেরেশতা না। পৃথিবীর অনেক খেলোয়াড়ই এর চেয়ে হাজার গুন বেশি অসংযত। আপনারা ম্যারাডোনা কে দেখেন, রোনালদিনহো কে দেখেন, শেন ওয়ার্নকে দেখেন, লেটেস্ট সুয়ারেজ কে দেখেন। সুয়ারেজ কামড় দেয়ার পর ও উরুগুয়ের প্রেসিডেন্ট বলেন: তাকে তার আচরনের জন্য দলে নেয়া হয়নি, সে ভাল খেলে বলে দলে নেয়া হয়েছে। ওয়ার্ন ইংল্যান্ডে মধ্যমা উচিয়ে দেখালে সেটা যতই খারাপ হোকনা কেন, অস্ট্রেলিয়রা এতে অহঙ্কার বোধ করে, সৌরভ লর্ডসের ব্যলকনিতে শার্ট খুলে ঘুরালে, ইংলিশ মিডিয়া যাই বলুক না কেন ভারতীয়রা অহঙ্কার বোধ করে।

  hairpull hairpull hairpull আর আমরা সাকিবের বউকে উত্যক্ত করলে, সাকিবের রিএকশন দেখে অন্যায় ভাবি, ফেসবুকে লেখে সাকিবের বউএর পর্দা করা উচিৎ। hairpull ghusi crying

৬. জন ম্যাকেনরো বা পল গ্যাসকোয়েন বা ইয়ান বোথাম বাংলাদেশে জন্মালে, প্রথম দিন খেলার পর থেকেই আজীবন নিষদ্ধ হয়ে যেত।

৭. সাকিব অন্যায় করলে তার শাস্তি হবে। কিন্তু তাকে অপদস্থ করার জন্য বিসিবি+সাংবাদিক+আর ফেসবুকীয় ফেরেশতারা  যেভাবে লেগেছে, তাতে সাকিব দেশের জন্য আর না খেললেই আমি খুশি হব।

৮. আমরা সব খেলায় হারি, আমাদের শারিরীক মানসিক যোগ্যতা আন্তর্জাতিক মানের না। কিন্তু যার জন্য সিপিএল (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) এর সভাপতি বিসিবিকে ফোন করে এনওসি দিতে বলে, তার জন্য আমরা একটু তো অহঙ্কার বোধ করতে পারি।

৯. সাকিবের রাগ দেখে আমি আনন্দিত হই / অহম বোধ করি, রাগ না থাকলে খেলবে কি করে? thumbs_up

Re: নিন্দা ঝড়ে বিধ্বস্ত সাকিব

সাকিবের সাথে বিসিবির সমস্যাটা কোথায় ? একের পর এক ক্যাঁচাল লেগেই আছে। সাকিবের দোষ আছে তবে গন্ডগোলটা বিসিবিতেই বেশি। বিশেষ করে পাপন আসার পর থেকে।

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

Re: নিন্দা ঝড়ে বিধ্বস্ত সাকিব

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: নিন্দা ঝড়ে বিধ্বস্ত সাকিব

হুজুর কইছে, "কোরআন শরীফে আছে- তোমরা নামাজ থেকে বিরত থাক।" আমি তাই নামাজ পড়ি না। হুজুর যদি ইচ্ছা করে "অপবিত্র অবস্থায়" শব্দ দুটো বাদ দেয়, তার জন্য তো আমি দায়ী না।

সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (০৬-০৭-২০১৪ ২১:১১)

Re: নিন্দা ঝড়ে বিধ্বস্ত সাকিব

Re: নিন্দা ঝড়ে বিধ্বস্ত সাকিব

১০

Re: নিন্দা ঝড়ে বিধ্বস্ত সাকিব

আমার মনে হয় কিছু একটা ঘাপলিং হচ্ছে ?!  hairpull

১১

Re: নিন্দা ঝড়ে বিধ্বস্ত সাকিব

সুজন মামা আর পাপন মামা বিসিবেকে পাপড়ভাজা করে ছাড়ছে......। সুজনকে কোন যোগ্যতাবলে দলের ম্যানেজার রাখা হয়েছে সে প্রশ্নের উত্তর জানা নাই।

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

১২ সর্বশেষ সম্পাদনা করেছেন আউল (০৭-০৭-২০১৪ ১৬:৪৬)

Re: নিন্দা ঝড়ে বিধ্বস্ত সাকিব