টপিকঃ 3D পিক্সেল
জিনিষটা এপিক লাগলো। যদিও এর পিক্সেল ডেনসিটি অনেক কম। কিন্তু ভবিষ্যতে আরো উন্নতি হবে এর।
সেদিন হয়তো আর বেশি দেরি নেই যখন আমরা ম্যান অফ স্টিলে দেখানো লিকুইড জিও টেকনোলজি বাস্তবে দেখতে পারবো।
ম্যান অফ স্টিলে দেখানো লিকুইড জিও টেকনোলজি
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » 3D পিক্সেল
জিনিষটা এপিক লাগলো। যদিও এর পিক্সেল ডেনসিটি অনেক কম। কিন্তু ভবিষ্যতে আরো উন্নতি হবে এর।
সেদিন হয়তো আর বেশি দেরি নেই যখন আমরা ম্যান অফ স্টিলে দেখানো লিকুইড জিও টেকনোলজি বাস্তবে দেখতে পারবো।
ম্যান অফ স্টিলে দেখানো লিকুইড জিও টেকনোলজি
দারুন তো! তবে পিস্কেল সাইজ আরও ছোট ছোট হলে নিখুতভাবে সব দেখা যাবে।
সেদিন হয়তো আর বেশি দেরি নেই যখন আমরা ম্যান অফ স্টিলে দেখানো লিকুইড জিও টেকনোলজি বাস্তবে দেখতে পারবো।
লিকুইড জিও টেকনোলজি মূলত কি জিনিষ ক্লিয়ার করলে ভাল হত।
দারুন তো! তবে পিস্কেল সাইজ আরও ছোট ছোট হলে নিখুতভাবে সব দেখা যাবে।
তবে সেক্ষেত্রে প্রোগ্রামিং এবং যান্ত্রিক কৌশল জটিল হয়ে পড়বে আর অন্য দিকে কার্জক্ষমতা ধীরও হতে পারে।
লিকুইড জিও টেকনোলজি মূলত কি জিনিষ ক্লিয়ার করলে ভাল হত।
এই চলমান চিত্র দেখলে বুঝতে পারবেন,
মূলত বলা যায় এই ট্যান্জিবল মিডিয়ার হাই পিক্সেল ডেনসিটি ভার্সন।
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » 3D পিক্সেল
০.০৫০২০৪০৩৮৬১৯৯৯৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭১.৭৩৫৩৪১৬৩৭৭৩৭ টি কোয়েরী চলেছে