টপিকঃ নতুন গ্রাফিক্স কার্ড কেনার ব্যাপারে

আমার কারেন্ট রিগ হচ্ছে

CPU:i5 4570

Mobo:Asus H81M-E

Ram:4GB DDR3(1333)

PSU:Generic

Monitor:1920*1080

আগামী ১৫-২০ দিনের মধ্যে নতুন একটা জিপিইউ কেনার চিন্তা করছি।আমার আগের জিপিইউ ছিল জিটি ২৪০।তাও সেটা আরো বছর দুয়েক আগে মারা গেছে।এই ২ বছর গেম থেকে টোটালি বিরত ছিলাম।এখন চিন্তা করছি আবার ফেরত আসব।বাজেট হচ্ছে ৫৫ হাজার জিপিইউ(আর৯ ২৯০এক্স) এর জন্য এবং ১৩ হাজার পিএসইউ(কোর্সেয়ার জিএস৮০০)।আপনাদের কোনো সাজেশন আছে কেনার ব্যাপারে ? বিশেষ করে জিপিইউ এর ব্র্যান্ড কি হবে ? রেফারেন্স নাকি নন-রেফারেন্স জিপিইউ ভালো ?

Re: নতুন গ্রাফিক্স কার্ড কেনার ব্যাপারে

surprised

কি আর বলবো । সাইট থাকলে ঠিকানা দিতাম ......

Re: নতুন গ্রাফিক্স কার্ড কেনার ব্যাপারে

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (০৪-০৭-২০১৪ ১০:১৯)

Re: নতুন গ্রাফিক্স কার্ড কেনার ব্যাপারে

Sapphire রেকমেণ্ড করতে পারি। ৬টা Vapor-X R9 270X 2GB GDDR5 আনিয়েছিলাম গত বছর (গেইম খেলার জন্য না  tongue ) - ভালোই।

আপনার রিগ দেখে মনে হচ্ছে GPU-র সাথে অবশ্যই আরেকটা নতুন PSU (মিনিমাম 500W+) কিনতে হবে। antec/corsair/thermaltake গেমিং PSU নিয়ে নিন।

বেস্ট পারফর্ম্যান্স পেতে চাইলে non-reference কার্ডে যেতেই হবে।

Calm... like a bomb.

সর্বশেষ সম্পাদনা করেছেন মোটামুটি (০৪-০৭-২০১৪ ১৩:৪৮)

Re: নতুন গ্রাফিক্স কার্ড কেনার ব্যাপারে

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (০৪-০৭-২০১৪ ১৪:০১)

Re: নতুন গ্রাফিক্স কার্ড কেনার ব্যাপারে

Calm... like a bomb.

Re: নতুন গ্রাফিক্স কার্ড কেনার ব্যাপারে

হুম।আপাতত UCC তেই একমাত্র স্যাফায়ার এর মডেলটা পেয়েছি যার এটলিস্ট কুলারটা নন-রেফারেন্স।বাইরে থেকে জিপিইউ আনানো কি ভালো হবে ? ওয়ারেন্টি প্রবলেম হলে তখন কি করব ?