টপিকঃ পেজ র্যাংক বাড়ানো প্রয়োজন
একটি ওয়েব সাইটের বর্তমান পেজ র্যাংক ২ বছরখানেক আগেও যার পেজ র্যাংক ছিল ৩। এমন একজনকে চাচ্ছি যিনি সাইটের পেজ র্যাংক ২ থেকে ৪ পর্যন্ত বাড়াতে পারবেন। অবশ্যই তা ব্ল্যাক হেড এসইও পদ্ধতিতে নয়। মূলত লিংক বিল্ডিং এবং ডিরেক্টরি সাবমিশনের মাধ্যমে কাজটি করতে হবে। চুক্তিভিত্তিতে কাজটি করাতে আগ্রহী।
কেউ আগ্রহী থাকলে কত টাকার বিনিময়ে কীভাবে কাজটি করতে চান তা ইনবক্সে জানানোর অনুরোধ থাকলো।