টপিকঃ ভেক্টর ড্রইং
টুল - শেরিফ ড্রপ্লাস এক্স-৬
ছড়া - ছড়াবাজ - http://chhorabaz.wordpress.com/
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » ভেক্টর ড্রইং
টুল - শেরিফ ড্রপ্লাস এক্স-৬
পুরাই মাইরা ফালাইছেন দেখি সেইরাম হইছে তো
আপনারে মাইনাস ইনার বয়স বাড়ায়ে দেয়ার জন্যে
বাই দ্যা ওয়ে, ভেক্টর ড্রয়িং কিভাবে করে ? আই মিন কোন ছবির উপর ভিত্তি করে নাকি পুরাটাই নিজে নিজে ?
আমি যতদূর জানি পয়েন্ট, লাইন, কার্ভ দিয়ে যে ছবি গুলো তৈরি করা হয় সেগুলোকে ভেক্টর ড্রয়িং বলে৷ পুরোপুরি বিন্দু, স্থানাঙ্ক, অধিবৃত্ত, উপবৃত্তের গণিতের উপর ভিত্তি করেই এই প্রোগ্রামগুলি চলে৷ (উদাসীন বা শামীমভাই ডিটেলসে বলতে পারবেন)
ভেক্টর অ্যপ্লিকেশনে ছবি অাঁকা হয় সাধারণ ২ ভাবে ৷ (১) যদি পোট্রেট করতে চাই তাহলে প্রথমে প্রথম লেয়ারে অরিজিন্যাল ছবিটা রেখে তার উপর বিভিন্ন লেয়ার তৈরি করা হয় পেন ট্যুলের সাহায়্যে তার পর কালার ফিল করা হয়৷
(২) সম্পূর্ণ নিজস্ব ক্রিয়েটিভ ছবি তৈরি করতে হলে পেলট্যুল, ফ্রীফর্ম ট্যুল দিয়ে সরাসরি আঁকা৷ যেভাবে আমরা কোন র্যস্টার সফ্টওয়্যারে আঁকি৷
এখন আমি যখন কারোর মুখ হুবহু তৈরি করতে চাইবো তখন অরিজিন্যাল ছবিটাকে রেফারেন্স হিসাবে রাখবো৷ আমি এখানে মূল ছবিটা রেফারেন্স হিসাবে প্রথম লেয়ারে রেখে তার উপর নানান লেয়ারে নানান শেপ ড্র করে ছবিটা তৈরি করেছি৷
চমৎকার হইছে। আমি Illustrator-এ একসময় চেষ্টা করেছিলাম ঐশ্বরিয়া রায়ের একটা ছবি ভেক্টর করার, বেশ-অর্ধেক করে আর করা হয়নি।
বিভিন্ন গেমিং ক্যারেক্টার করুন না, বেশি ভাল-লাগবে।
ভালো হয়েছে। চালিয়ে যান।
এমন ঝকঝকে দাঁত কীভাবে করলেন, দাদা?
ধন্যবাদ সকলকে
এমন ঝকঝকে দাঁত কীভাবে করলেন, দাদা?
গাছের ডাল সহযোগে....
হাসিটা দারুন ভাবে একেছেন গো দাদা, চোখ ধরে গেল। ++
আগের মত কেউ আর আকে না সব বুড়াবুড়ি হয়ে গেছে!!
আর আইলসার ঢেকি!!
প্রজন্ম ফোরাম » চারুকলা » ভেক্টর ড্রইং
০.০৫১২০৮০১৯২৫৬৫৯২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮০.৮২৩৩১৬০৬৯৩১৭ টি কোয়েরী চলেছে