Re: নামাজ ও রোযার স্থায়ী সময়সূচী
আমি একটা জিনিষ জানতে খুব ইচ্ছুক। জোহর ও ফজর নামাজের শেষ সময় কোনটা?
জোহর নামাজের শেষ সময় আসর নামাজের শুরুর আগ মুহুর্ত পর্যন্ত আর ফজর নামাজের শেষ সময় সৃর্য্যদয়ের ১০ মিনিট আগ পর্যন্ত, তবে কোন ওজর বা সমস্যা না থাকলে নামাজ আউয়াল ওয়াক্ত বা সময় শুরুকালেই পড়া উচিৎ বলাতো যায়না যে আগামী এক মিনিট বাঁচবো কিনা।
টপিকটা অনেক দিন ঢুকিনি বলে উত্তর দিতে দেরি হলো। আন্তরিক দুঃখিত।