১ ২৮-০৬-২০১৪ ০০:৪৩ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৮-০৬-২০১৪ ০৯:৫৯)
Re: বালিকণায় মহাবিশ্ব
পুরাই মাথা নষ্ট হবার মত অবস্থা ! এসব নিয়ে ভাবতে গেলে চার পাশের জগত সংসার, জাপিত-জীবন সবকিছু তুচ্ছ মনে হয় । নিজের ক্ষুদ্রতা প্রকটতর হয়ে উঠে !এককালে এসব নিয়ে খুবই ভাবতাম ব্রাসু দা । দৃশ্যমান আকাশের বিখ্যাত নক্ষত্র মণ্ডলী, রাশিমালা গ্রহ ইত্যাদির সাথে বাল্যকাল থেকেই জানাশোনা । গ্রামের পরিষ্কার আকাশে সুনসান রাতে নদীর ধারে চিত হয়ে শুয়ে শুয়ে আকাশ দেখার মজাই আলাদা !
আপনার চিন্তাকরস্ক টপিকের জন্য ধন্যবাদ !
আর অনেকদিনের বাদে ফোরামে পদার্পণের জন্য .........কি দিমু ভাইবা পাইতাছিনা !
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!
Re: বালিকণায় মহাবিশ্ব
উপস্থাপনাটা মারাত্মক হয়েছে দাদা
৪ ২৮-০৬-২০১৪ ১০:৪৫ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৮-০৬-২০১৪ ১১:০২)
Re: বালিকণায় মহাবিশ্ব
Re: বালিকণায় মহাবিশ্ব
Re: বালিকণায় মহাবিশ্ব
অসাধারণ টপিক।
এক কলিগ রিসেন্টলি একটা কথা বলেছিলেন। সেটা খুব পছন্দ হয়েছিলো। একজনের অনেক বন্ধু, বান্ধব, পরিচিতজন, সামাজিক প্রতিপত্তি, টাকাপয়সা ইত্যাদি থাকতে পারে। কিন্তু সে যদি এই মুহুর্তে ভ্যানিশ হয়ে যায়, দুনিয়ার কিচ্ছু যাবে আসবে না।
পোস্টটা দেখে এ কথাটা মনে পড়লো। আসলেই মানুষ এতটাই ইনসিগনিফিক্যান্ট। না থাকলে মহাবিশ্ব টেরই পাবে না।
Re: বালিকণায় মহাবিশ্ব
লেখাটা পড়ে খুব ভাল লাগল ।আমি আকাশের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না আমার মাথা ঘুরায় ।মনে হয় চারপাশটা শুন্ন।কেউ নেই কিছু নেই ।আসলেই বিশাল এই পৃথিবীতে কতই না ক্ষুদ্র প্রাণ আমরা
Re: বালিকণায় মহাবিশ্ব
Re: বালিকণায় মহাবিশ্ব
Re: বালিকণায় মহাবিশ্ব
আমাদের বিজ্ঞান স্যার একবার মহাকাশের বিশালতা বুঝাতে গিয়ে এই বালির উদাহরণ টেনেছিলেন। তখন ছোট মাথায় বাসায় চিন্তা করতে গিয়ে টের পেলাম প্রায় অজ্ঞান হওয়ার মতো দশা। এখন বড় হওয়ার পর এই বিশালতা নিয়ে আর ভাবিই না। মাঝেমধ্যে ভাবি, এই মস্তিষ্ক কি আদৌ এত বিশালতা ধারণ করতে সক্ষম?
Re: বালিকণায় মহাবিশ্ব
চমৎকার লেখা, নিজেরে কেমন যেন একটা বালুকণার থেকেও ক্ষুদ্র মনে হইতেছে
Re: বালিকণায় মহাবিশ্ব
১৫ ৩০-০৬-২০১৪ ১১:৩৯ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (৩০-০৬-২০১৪ ১৩:৫৭)
Re: বালিকণায় মহাবিশ্ব
Re: বালিকণায় মহাবিশ্ব
আপনার এই খোঁচানো বিষয়গুলো সম্পর্কে সামান্য ধারণা আছে।
অনার্সে আমাদের পদার্থবিদ্যা পড়াতেন শাহাজাহান তপন স্যার। তিনি মজা করে এসব বিষয় বলতেন। তাঁর বলার ধরনটা এমনই মজার ছিল যে, কোনো ক্লাস বোর লাগতো না।
১৭ ৩০-০৬-২০১৪ ১৮:০৩ সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফ দি বস ৭ (৩০-০৬-২০১৪ ১৮:০৮)
Re: বালিকণায় মহাবিশ্ব
ইনভার ভাইয়ের লেখাগুলো পিসিতে বসে পড়তে মজা নাই। রাতে আরাম করে ট্যাবলেটে বসে পড়তে পড়তে আরেক দুনিয়ায় হারিয়ে যাওয়ার মজাই আলাদা। বুকমার্ক করে রাখলাম। একরাতে পড়ব মনে করে।
(এক রাতে ঘুম আসছিল না, ব্রেইন ইন এ ভ্যাট পড়তে পড়তে কখন যে রাত ১২:৩০ টা থেকে ৩টা/৩:৩০ টা বেজে গিয়েছিল টেরই পাই নি! ঐ অসাধারণ লেখার জন্য লাল সালাম আরেকবার )
Re: বালিকণায় মহাবিশ্ব
ব্রাসুদাকে অনেক ধন্যবাদ! চিন্তা-ভাবনার আরেকটু খোরাক যোগানোর জন্য
Re: বালিকণায় মহাবিশ্ব
অনেক আগে দেখা জোক্সের মত করে বলতে হয়,
আমার মাথা দেখি চুলকায়!