টপিকঃ পেন্টিয়াম -৪ এর জন্য লিনাক্স কোন ভার্সন ভালো?
পেন্টিয়াম-৪ এর জন্য লিনাক্সের সবচেয়ে ভালো ভার্সন কোনটা?
মিন্টের কোনো ভার্সন কি চলবে? গ্রাফিক্স কার্ড নেই।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » পেন্টিয়াম -৪ এর জন্য লিনাক্স কোন ভার্সন ভালো?
পেন্টিয়াম-৪ এর জন্য লিনাক্সের সবচেয়ে ভালো ভার্সন কোনটা?
মিন্টের কোনো ভার্সন কি চলবে? গ্রাফিক্স কার্ড নেই।
মিন্টের যে কোন ভার্সনই ব্যবহার করা যাবে বলে আমার ধারণা।
মিন্টের যে কোন ভার্সনই ব্যবহার করা যাবে বলে আমার ধারণা।
মিন্ট তো একেবারে নতুন, একটা ফোরামে দেখলাম, গ্রাফিক্স লাগে। কিন্তু লিনাক্স মিন্টের সাইটে বিস্তারিত দেখতে পারছি না।
উত্তর দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ
মিন্ট তো একেবারে নতুন, একটা ফোরামে দেখলাম, গ্রাফিক্স লাগে।
মিন্ট একারে নতুন বলতে আপনি কি বুঝাতে চাইছেন ? মিন্ট ব্যবহার করতে গ্রাফিক্স লাগে আগে কখনো শুনিনি !!
একটা ইংরেজী ফোরামে দেখলাম। আমি নিশ্চিত নই। এজন্যই তো পোস্ট দিলাম।
তাহলে কি ডাউনলোড করে শুরু করে দেবো?
ব্যবহার করতে পারবেন আর গ্রাফিক্স কার্ড না থাকলেও মাদারবোর্ডে বিল্ট ইন গ্রাফিক্স মেমরি থাকে।
নতুন ইউজার হিসেবে মিন্ট ভালো। আমি নিজেও মিন্ট দিয়ে শুরু করেছিলাম। এই যে ডালো লিংকঃ
Linux Mint 17 Qiana (Cinnamon):
৩২ বিটঃ http://www.linuxmint.com/edition.php?id=157
৬৪ বিটঃ http://www.linuxmint.com/edition.php?id=158
ডাউনলোড করে ফেলেছি। এখন ইন্সটল করার পালা......
সবাইকে ধন্যবাদ
গ্রফিক্স কম থাকলে Lubuntu ইউজ করেন।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » পেন্টিয়াম -৪ এর জন্য লিনাক্স কোন ভার্সন ভালো?
০.০৫০০৬৪০৮৬৯১৪০৬২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৪.৯৪৪৯৩১৪২৩৩৪৭ টি কোয়েরী চলেছে