টপিকঃ Game ON! ডেমো এলবাম কাভার ডিজাইন
মূল কাভারটা একিরকম থাকবে, কিছু টেক্সট আরো এড হবে, প্লাস ইমেজের পোলাডা (পাইরেটেড ) গায়েব হয়ে আরেকজন আসবে, আপাতত ছবি নাই, এইডাই বসায় দিছি
বিশেষজ্ঞদের মতামত চাই বাই দ্যা ওয়ে, হালকা যেই ফ্লেয়ার উপরে নিচে দেখতে পারছেন তা আমার গত এক মাস ধরে কাজ করে চলা লেন্স ফ্লেয়ার বান্ডেলের একটা ছোট্ট অংশ বটে
ঐটার জন্য ৩০+ ফ্লেয়ার অবজেক্ট রেডি করা হয়েছে, আমি আরো কিছু করতে চাইছি, এরপর অবজেক্টগুলো দিয়ে একের পর এক নতুন লেন্স ফ্লেয়ার তৈরী করা সম্ভব হবে।
█ দেশ, দশ, দুনিয়া তথা বিশ্ব ব্রম্মান্ড হইতে নহে ষাইফ ঋাষেল আপাতত ফেসবুক হইতে আনা গাইয়েবুন