১ ০৬-১১-২০১১ ১৪:৩১ সর্বশেষ সম্পাদনা করেছেন সাইদুল ইসলাম (০৭-১১-২০১১ ১৫:১৫)
Re: মাংসের আইটেম (কিঞ্চিৎ খাওয়াদাওয়া মূলক লোভনীয় টপিক)
দারুন কাজের টপিক।
শেয়ার করায় সাইদুল ভাইকে ধন্যবাদ।
খাবারের ছবি দেখে আমার জিহ্ববায় রস এসে যাচ্ছে।
রেসিপিগুলো আমার স্ত্রীকে দেখাতে হবে।
Re: মাংসের আইটেম (কিঞ্চিৎ খাওয়াদাওয়া মূলক লোভনীয় টপিক)
পাইছি তোরে।রেডি থাইকো।বাসায় যামু।এডি না পাইলে মাইর।
৬ ০৬-১১-২০১১ ১৬:০৪ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (০৬-১১-২০১১ ১৬:০৫)
Re: মাংসের আইটেম (কিঞ্চিৎ খাওয়াদাওয়া মূলক লোভনীয় টপিক)
জিভে পানি এসে গেলো।
আমার কাছে ঈদের দিনের রান্না করা গরুর ফ্রেশ মাংসের কারি চালের গুড়ার রুটি দিয়ে খেতে অতুলনীয় লাগে। এই স্বাদ অন্য সময় পাওয়া যায় না। রেড মিট এমনিতে এভোয়েড করার চেষ্টা করি (আমার ফেবারিট হচ্ছে মুরগী) কিন্তু ঈদের দিনের কথা ভিন্ন।
Re: মাংসের আইটেম (কিঞ্চিৎ খাওয়াদাওয়া মূলক লোভনীয় টপিক)
আমার কপালে এইগুলান নাই আমার রেসিপি :
১: ফ্ল্যট হুইট ব্রেড
২: ঝুড়ঝুড়ে বিফ Steak
৩: ভার্জিন অলিভ ওয়েল
৪: ইটালিয়ান সসেজ
৫: সুইস চিজ
ব্যস এইগুলা দিয়া ব্রেড রেডি কইরা ডাবল টোস্টিং কইরা খাইতে : ইয়াম্মি
বি:দ্র: যদিও দুধের সাধ ঘোলে মেটানো
Re: মাংসের আইটেম (কিঞ্চিৎ খাওয়াদাওয়া মূলক লোভনীয় টপিক)
হুম বাড়ীর হেড কুক কে দেখাতে হবে।
Re: মাংসের আইটেম (কিঞ্চিৎ খাওয়াদাওয়া মূলক লোভনীয় টপিক)
একটু পরেই রেসিপিগুলো প্রিন্ট করে আম্মুর হাতে ধরিয়ে দেব। শেয়ার করার জন্য ধন্যবাদ।
Re: মাংসের আইটেম (কিঞ্চিৎ খাওয়াদাওয়া মূলক লোভনীয় টপিক)
Re: মাংসের আইটেম (কিঞ্চিৎ খাওয়াদাওয়া মূলক লোভনীয় টপিক)
অবশেষে প্রিন্ট করলাম। সকালে আম্মুর হাতে ধরিয়ে দেব।
Re: মাংসের আইটেম (কিঞ্চিৎ খাওয়াদাওয়া মূলক লোভনীয় টপিক)
ইয়াম্মি ! ইয়াম্মি
এইটা রান্নার ঘরে ঢুকায়ে দেওয়া হোক
অটঃ ইশ্যিরে ! ভাবছিলাম ফোরাম বয়কট করবো কিন্তু আপনার কাবাব দেখে লোভ সামলাতে পারলাম না , এখন জলদি জলদি করে খাওয়ানতো