টপিকঃ আজ ৫ দিন হল Google AdSense অ্যাপলাই করেছি কোন উত্তর পাচ্ছি না

Re: আজ ৫ দিন হল Google AdSense অ্যাপলাই করেছি কোন উত্তর পাচ্ছি না

উত্তর পেলে নিজেকে ভাগ্যবান মনে করবেন, কারণ আপনার সাইটে এখন পর্যন্ত কোনো লেখা নেই।

একটা সময় ছিল যখন সামান্য কয়েকটি লেখা দিয়েই গুগল অ্যাডসেন্স পাওয়া যেত। কিন্তু ওরা এখন এ ব্যাপারে বেশ কড়াকড়ি করে। কয়েকটা লেখা তো বটেই, সাইটের আয়ু কয়েক মাস না গেলে অ্যাডসেন্স দিতে চায় না।

সুতরাং এ অবস্থায় অ্যাডসেন্স আশা না করাই ভালো। আপনি যেটা করতে পারেন-

১. নিয়মিত লিখতে থাকেন আপনার ব্লগস্পটে।
২. গুগল ডিনাই করলে কিছু করতে যাবেন না। মাস ছয়েক ধুমায়া লিখেন। ৩০-৪০টির মতো লেখা জমা হলে (কপি-পেস্ট না কিন্তু) তারপর আবার অ্যাপ্লাই করুন। মানসম্মত লেখা থাকলে অ্যাডসেন্স দিয়ে দিবে তখন।

সর্বশেষ সম্পাদনা করেছেন Noyon90 (১৪-০৬-২০১৩ ০১:২৪)

Re: আজ ৫ দিন হল Google AdSense অ্যাপলাই করেছি কোন উত্তর পাচ্ছি না

Re: আজ ৫ দিন হল Google AdSense অ্যাপলাই করেছি কোন উত্তর পাচ্ছি না

তাহলে তো এতোদিনে হয়ে যাওয়ার কথা। আমার পরামর্শ হলো, ১৫-২০ দিন অপেক্ষা করুন। তারপর ওদের সাপোর্ট চান।

...বাই দ্যা ওয়ে, আপনি এখানে যে মেসেজটি শেয়ার করেছেন গুগল অ্যাডসেন্সের পক্ষ থেকে, তাতে বুঝা যাচ্ছে (যদি আমি ভুল না বুঝে থাকি), আপনার এডুকেশনবিডি সাইটে আপনি অ্যাডসেন্স বসানোর আবেদন করেছেন। যদি সেটা হয়, তাহলে গুগল অ্যাডসেন্সের অনুমতি দিবে না। কারণ ওখানে কোনো লেখা নেই। আর যদি অন্য সাইটের জন্য আবেদন করেন আর ব্লগস্পটের জন্যও করেন, তাহলে পরামর্শ দিব যে, ব্লগস্পট থেকে অ্যাডসেন্স-সম্পর্কিত সবকিছু (কোনো আবেদন কিংবা অ্যাডস্পেস) ইত্যাদি সরিয়ে নিন দ্রুত।

আসলে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

Re: আজ ৫ দিন হল Google AdSense অ্যাপলাই করেছি কোন উত্তর পাচ্ছি না

Re: আজ ৫ দিন হল Google AdSense অ্যাপলাই করেছি কোন উত্তর পাচ্ছি না

Re: আজ ৫ দিন হল Google AdSense অ্যাপলাই করেছি কোন উত্তর পাচ্ছি না

বেশী হলে ৭ দিন সময় নেয় ।

Re: আজ ৫ দিন হল Google AdSense অ্যাপলাই করেছি কোন উত্তর পাচ্ছি না

Re: আজ ৫ দিন হল Google AdSense অ্যাপলাই করেছি কোন উত্তর পাচ্ছি না

১০

Re: আজ ৫ দিন হল Google AdSense অ্যাপলাই করেছি কোন উত্তর পাচ্ছি না

অ্যাপ্রুভ হয়ত করবেনা। সাইট আগে পুরা ফাটাফাটি অবস্থানে নিয়ে তারপরই আবেদন করা উচিত।

১১

Re: আজ ৫ দিন হল Google AdSense অ্যাপলাই করেছি কোন উত্তর পাচ্ছি না