Re: নুডুলস! নুডুলস! নুডুলস!
অসাধারণ শেয়ার
।দিদি এত কিছু রান্নার আইটেম আমাদের শেয়ার যখন করেনই তখন এই গরীবদের একদিন নেমতন্ন করেন। এসে খানিক স্বাদ নিয়ে যাই
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » রান্নাঘর » নুডুলস! নুডুলস! নুডুলস!
অসাধারণ শেয়ার
।দিদি এত কিছু রান্নার আইটেম আমাদের শেয়ার যখন করেনই তখন এই গরীবদের একদিন নেমতন্ন করেন। এসে খানিক স্বাদ নিয়ে যাই
অসাধারণ শেয়ার
![]()
![]()
।দিদি এত কিছু রান্নার আইটেম আমাদের শেয়ার যখন করেনই তখন এই গরীবদের একদিন নেমতন্ন করেন। এসে খানিক স্বাদ নিয়ে যাই
![]()
![]()
নিজেদের রান্নাঘরে নিজেরা গিয়ে প্র্যাকটিস করেন! আবার নেমন্ত্রন চায়!
এটা মূলত ব্যাচেলারস রান্নাঘর! (ফ্রি ফ্রি শিখানো হয়
আরকি)
এত হাউ-মাউ-কাউকাউ করে আমি আর রমা এই "রান্নাঘর" -উপ বিভাগ কি এমনি এমনি করার জন্য আবেদন করছি নাকি! হুমহুম!!!
আরে আমাদের কথাতো একটু চিন্তা করেন বাপ্পা ভাই!!
কত খষ্ট করে আপনাদের জন্য ছোট থেকে ছোট টিপস দিয়ে দেই
যাতে রানতে পারেন! এটাও যদি না পারেন করতে তাইলে; ভাতের গলায় দড়ি দিয়ে বিলাইকে খাওয়ায় দেন!
নো দাওয়াত নো নেমন্ত্রন! অনলি নিজে নিজে রান্না-বান্না!
বাউল ভায়া একতারাটা রাইখা খুন্তী হাতে নিয়ে প্রজন্ম রান্না ঘরে একটু ঢু মারলেই পাস্তার রেসেপি পেয়ে যাবেন কেমন smile
আচ্ছা প্রজন্মতে আমি একটা ........... পাস্তা
টাইপ পোস্ট............ দিসিলাম মনে হয়!
কিন্তু রান্নাঘরে নাই......
তাইলে কি অন্য কোথাও দিছিলাম!??
ম্যাকারনী বা ইটালিয়ান পাস্তার কোনো রেসিপি থাকলে একটা দিয়েন।
ওকে! কিছু রেসেপি কোথাও থেকে কেটে-ছেটে-মেরে-ধরে নিয়ে আসব!
সাথেই থাকবেন!
পরিমারনটা বেশি হইলে আবার আমি খাই না
লবণ কম কম খান
নাইলে মটু হয়ে যাবেন!
রমা লিখেছেন:বাউল ভায়া একতারাটা রাইখা খুন্তী হাতে নিয়ে প্রজন্ম রান্না ঘরে একটু ঢু মারলেই পাস্তার রেসেপি পেয়ে যাবেন কেমন smile
আচ্ছা প্রজন্মতে আমি একটা
........... পাস্তা
টাইপ পোস্ট............ দিসিলাম মনে হয়!
কিন্তু রান্নাঘরে নাই......
তাইএল কি অন্য কোথাও দিছিলাম!??
না পোস্টটা গায়েব হয়ে গেছে!
বাউল ভাইয়া লিখেছেন:ম্যাকারনী বা ইটালিয়ান পাস্তার কোনো রেসিপি থাকলে একটা দিয়েন।
ওকে! কিছু রেসেপি কোথাও থেকে কেটে-ছেটে-মেরে-ধরে
নিয়ে আসব!
সাথেই থাকবেন!
পাস্তা ইউথ ভেজি এন্ড চীজ (Pasta with vegis and cheese)
টপিকটি ধাক্কায়ে ধুক্কায়ে আর না ঢুকলে ঠেলে রান্না ঘরে ঢুকায়ে দিলে ভালো হতো
পাস্তা ইউথ ভেজি এন্ড চীজ (Pasta with vegis and cheese)
টপিকটি ধাক্কায়ে ধুক্কায়ে আর না ঢুকলে ঠেলে রান্না ঘরে ঢুকায়ে দিলে ভালো হতো
থ্যাংকিউ রহস্য মানব!
রান্নাঘরে দেখতে না পেয়ে, আমি চিন্তা করছিলাম; শিপলু ভাই তো ব্যাপক গবেষণা করছি পাস্তার শেইপ নিয়ে! তাইলে পোস্ট গেল কই!?
পাস্তার টপিকটাকে ধাক্কা দিতে মডারেটর মেহেদী৮৩ ভুলে গেছেন! আমি কিছু করি নাই!
ওরে কত্তো নুডুলসরে... কোনটা রেখে কোনটা খাবো!! সুপার লাইক
ত্যাঙ্কু!
নুডুলস খাইতে পছন্দ করি, বানাইতে নয়।
রহস্য মানব লিখেছেন:পাস্তা ইউথ ভেজি এন্ড চীজ (Pasta with vegis and cheese)
টপিকটি ধাক্কায়ে ধুক্কায়ে আর না ঢুকলে ঠেলে রান্না ঘরে ঢুকায়ে দিলে ভালো হতোথ্যাংকিউ রহস্য মানব!
![]()
রান্নাঘরে দেখতে না পেয়ে, আমি চিন্তা করছিলাম; শিপলু ভাই তো ব্যাপক গবেষণা করছি পাস্তার শেইপ নিয়ে!তাইলে পোস্ট গেল কই!?
পাস্তার টপিকটাকে ধাক্কা দিতে মডারেটর মেহেদী৮৩ ভুলে গেছেন!
আমি কিছু করি নাই!
টপিক রান্না ঘরে ঢুকে গেছে
দারুণ কিছু রেসিপি দিলেন, থ্যাংকস্।
আচ্ছা নিচের দুইটা লাল কালারের মধ্যে কোনটা কিসের সেটার একটু ক্ল্যারিফিকেশন দিলে ভাল হতো ( ):
...
১) লেমন/ মাল্টা টুইস্টে ম্যাগী নুডুলস
উপকরনঃ
১) ম্যাগি নুডুলস
২) গাজর
৩) কাঁচামরিচ
৪) বরবটি
৫) সিদ্ধ আলু
৬) ম্যাগি মসল্লা
৭) ডিম
৮) মাল্টা বা লেবু
৯) পানি
১০) লবণ
১১) পেঁয়াজ
১২) ডিম
১৩) মটরশুঁটিপ্রনালীঃ
....
ছবিগুলো কি তোমার বানানো রেসিপি
সবগুলো একসাথে না দিয়ে একটা একটা করে দিলে আমার জন্য ভাল হতো । ধন্যবাদ
আমার রেসিপি টা এখানে আছে । আমি এভাবেই বানাই ।
আমার নুডুলস রান্না
ছবিগুলো কি তোমার বানানো রেসিপি
সবগুলো একসাথে না দিয়ে একটা একটা করে দিলে আমার জন্য ভাল হতো । ধন্যবাদ
আপনি আপনার পছন্দ মত রেসেপি পিক করে নিয়ে ট্রাই করুন!
সিস্টেম এ তেমন চেঞ্জ নাই! শুধু ইনগ্রিডিয়েন্ট গুলো একটু আলাদা, এই!
আচ্ছা নিচের দুইটা লাল কালারের মধ্যে কোনটা কিসের সেটার একটু ক্ল্যারিফিকেশন দিলে ভাল হতো
আমি যেদিন ভুল ছাড়া লিখব অই দিন প্রজন্ম ফোরামের উচিত আমারে একটা বিশেষ এওয়ার্ড দেয়া!
আমি জল কিছু লিখব আর তাতে ভুল হবে নাতা কি হয়!!!?????
গতকাল স্যুপ আর ফ্রাইড রাইস খেয়েছি, আজকে নুডলস খাবো big_smile
নুডুলস এর ছবি কই ভাই!
আমার রেসিপি টা এখানে আছে । আমি এভাবেই বানাই ।
আমার নুডুলস রান্না
রেসেপিটা দিয়ে ভাল করছেন এটা রান্না ঘরে ছিল না এত দিন!! পরে এ্যড করে দেয়া হইছে!
সুন্দর একটা লেখা আগে মিস করে ছিলাম ।লেখাটির জন্য ঠান্ডা ঠান্ডা রীপু নিন।
আর রেসিপি গুলো কি আপনার নাকি কোন বই থেকে নিয়েছেন ? ১ নাম্বার টি ট্রাই করার ইচ্ছা আছে। বাকি গুলো অনেক কঠিন মনে হয়েছে।
আমি শিরোনাম দেখে ভাবলাম এখানে ফ্রি নুডুলস বিতরন চলছে পুডিং এর দাওয়াত না দিয়ে নুডুলসের দিতে পারেন
আমি শিরোনাম দেখে ভাবলাম এখানে ফ্রি নুডুলস বিতরন চলছে
পুডিং এর দাওয়াত না দিয়ে নুডুলসের দিতে পারেন
আহারে! তুমিও যে নুডুলস এর পাগলা তা তো জানতাম না! আচ্ছা যাও দেখি তোমার জন্য স্পেশাল কি আনা যায়! পুডিং পার্টিতে! চিন্তা করে দেখব!
সুন্দর একটা লেখা আগে মিস করে ছিলাম ।লেখাটির জন্য ঠান্ডা ঠান্ডা রীপু নিন।
আর রেসিপি গুলো কি আপনার নাকি কোন বই থেকে নিয়েছেন ? ১ নাম্বার টি ট্রাই করার ইচ্ছা আছে। বাকি গুলো অনেক কঠিন মনে হয়েছে।
উম সব নেটের আগান বাগান থেকে এর ক্ষেত থেকে তুলা!
লিখে দিছি তো!
আর ঠান্ডা ঠান্ডা রেপু হয় নাই! ফ্রিজ করে নিয়ে আসেন দেখি!
যে গরম পরছিল আজ ফোরামে! সব গলে টলে জল হইয়া গেছে!
ধন্যবাদ!
প্রজন্ম ফোরাম » বিবিধ » রান্নাঘর » নুডুলস! নুডুলস! নুডুলস!
০.০৮৪৮৮৮৯৩৫০৮৯১১১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৯৯২১৫৪৭৬৪৭৮ টি কোয়েরী চলেছে