টপিকঃ উইন্ডোজ ফোন এবং ডেস্কটপ স্টোরে পেইড গেইমের ফ্রী অফার চলছে
৯ জুন থেকে উইন্ডোজ স্টোরে ডিজনির গেইমগুলোর বেশ কয়েকটির ফ্রী অফার চলছে, যেগুলোর একেকটির সাধারণ মুল্য প্রায় ৫ ডলার, সেগুলো কোন পেমেন্ট একাউন্ট এড করা না থাকলেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন একেবারেই বিনামূল্যে। অফারটি শেষ হতে আর মাত্র ৫ দিন বাকি আছে।
প্রতিটা গেইমের জন্য ডাউনলোড লিঙ্ক দেয়া হলো, জিনিশটা মাত্রই উইন্ডোজ স্টোর থেকে আবিষ্কার করে তারপর কিঞ্চিত গুগল করে সব লিঙ্কগুলো একসাথে পেয়েছি।
ডিজনি Solitaire (উচ্চারণ বুঝতেছি না ) - উইন্ডোজ মোবাইলের জন্য ডাউনলোড লিঙ্ক এবং উইন্ডোজ ৮ ডেস্কটপের জন্য ডাউনলোড লিঙ্ক
হোয়ারস মাই ওয়াটার - উইন্ডোজ মোবাইলের জন্য ডাউনলোড লিঙ্ক এবং উইন্ডোজ ৮ ডেস্কটপের জন্য ডাউনলোড লিঙ্ক
হোয়ারস মাই পেরী - উইন্ডোজ মোবাইলের জন্য ডাউনলোড লিঙ্ক এবং উইন্ডোজ ৮ ডেস্কটপের জন্য ডাউনলোড লিঙ্ক
হোয়ারস মাই মিকি - উইন্ডোজ মোবাইলের জন্য ডাউনলোড লিঙ্ক এবং উইন্ডোজ ৮ ডেস্কটপের জন্য ডাউনলোড লিঙ্ক
Wreck-It Ralph - উইন্ডোজ মোবাইলের জন্য ডাউনলোড লিঙ্ক এবং উইন্ডোজ ৮ ডেস্কটপের জন্য ডাউনলোড লিঙ্ক
টয় স্টোরী : স্মাশ ইট - উইন্ডোজ মোবাইলের জন্য ডাউনলোড লিঙ্ক এবং উইন্ডোজ ৮ ডেস্কটপের জন্য ডাউনলোড লিঙ্ক
মনস্টার ইউনিভার্সিটি - উইন্ডোজ মোবাইলের জন্য ডাউনলোড লিঙ্ক এবং উইন্ডোজ ৮ ডেস্কটপের জন্য ডাউনলোড লিঙ্ক
হোয়ারস মাই ওয়াটার ফিচারিং XYY - উইন্ডোজ মোবাইলের জন্য ডাউনলোড লিঙ্ক এবং উইন্ডোজ ৮ ডেস্কটপের জন্য ডাউনলোড লিঙ্ক
আমি এখন হোয়ারস মাই ওয়াটার ডাউনলোড দিচ্ছি এই গেইমটার প্রতি একটা আলাদা লোভ ছিলো, এখন খেলে দেখা যাক কেমন লাগে।
█ দেশ, দশ, দুনিয়া তথা বিশ্ব ব্রম্মান্ড হইতে নহে ষাইফ ঋাষেল আপাতত ফেসবুক হইতে আনা গাইয়েবুন