Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
কি কি হলো তার বর্ণনা সহ একটা টপিক দেন কেউ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
কি কি হলো তার বর্ণনা সহ একটা টপিক দেন কেউ।
এখনও হয় নাই । মিট আপ পিছিয়েছে কাল নিয়ে যাওয়া হয়েছে। আজ যার আসতে পারেন নাই কাল আসুন। অতিসত্বর অরগানাইজার যারা আছে তাদের সাথে যোগাযোগ করুন
আপডেটঃ পিছনে না পড়ে পোস্ট দিয়েছি নিচে হিডেন টেক্সট দিয়ে। এখন দেখি আগেই সব বের হয়ে গেছে
মিছা কথা। যারা আসেন নাই বাহানা দিয়া এটা তাদের শাস্তি
ভুলু ভাইয়ের ক্যাম্রাতে কত্তো সুন্দর সুন্দর raw মুডে ফটো খিচলাম, আপলোডায় না কেন সে
ভুলু ভাইয়ের ক্যাম্রাতে কত্তো সুন্দর সুন্দর raw মুডে ফটো খিচলাম, আপলোডায় না কেন সে
র' তে তোলার কারনেই আপলোডায় নাই, বুঝা উচিত ছিল, সারাদিন ইভেন্টের পরে টায়ার্ড হয়ে বাসায় যাওয়ার পর র' ইমেজ প্রসেস করার এনার্জী আর মুড কোনটাই থাকে না।
RUSSEL13 লিখেছেন:ভুলু ভাইয়ের ক্যাম্রাতে কত্তো সুন্দর সুন্দর raw মুডে ফটো খিচলাম, আপলোডায় না কেন সে
র' তে তোলার কারনেই আপলোডায় নাই, বুঝা উচিত ছিল, সারাদিন ইভেন্টের পরে টায়ার্ড হয়ে বাসায় যাওয়ার পর র' ইমেজ প্রসেস করার এনার্জী আর মুড কোনটাই থাকে না।
আরে সে তো আরো আমার কাছে ফটোশপ ফটোশপ যেমনে করতেছিল, আমি আরো খুশি মনে র মুডে তুলে দিলাম, ইচ্ছা মতন এডিট করে আপলোড করুক এইবার
বাই দ্যা ওয়ে র টু জেপিজি কনভার্টার ইউজ করলে ভালো হয়, http://www.easy2convert.com/raw2jpg/ এইটা একটা ফ্রী সফট এই কাজের জন্য
আসল কথা হচ্ছে আমি বাসায়ই এসেছি প্রায় দশটার সময় আপনারা যেই টাইমে বাসায় গিয়ে ফ্রেস হয়ে রেস্ট নিচ্ছিলেন আমি তখনও বাসে বাড়ির পথে রওনা দিয়েছি। এখন বসে বসে এডিট করছি। এনার্জি তেমন একটা নাই তবুও চেষ্টা করছি রাতেই দেবার জন্য। আর এডিট করতে, ছবির সাইজ কমাতেও তো কিছুটা সময় লাগে। আমি যেহেতু বাসায়ই পৌছেছি অনেক দেরি করে তাই আপনাদের কাছে মনে হতে পারে অনেক সময় কেটে গিয়েছে কিন্তু আমি এখনো এডিট করবার তেমন একটা সময়ই পাই নি
দেরি হবার এই হচ্ছে কারন
আমি বাসায় ঢুকলাম সাড়ে ৯ টার পরে যাহোক আজকে না হলে আগামীকাল, সমস্যা নাই
পলা ভাই। আমার ছবি একটু এডীট করে স্বাস্থ্য মোটা করে দিয়েন
পলা ভাই। আমার ছবি একটু এডীট করে স্বাস্থ্য মোটা করে দিয়েন
টিউটোরিয়াল দেন? কিভাবে চিকন দেহ মোটা তাজা করে
মিটআপ ভালো হইছে। আর রমা দা আমাকে ফোন দিয়েছিল। অনুপস্থিত থাকার কারণে অনেক দুঃখ প্রকাশ করেছেন। রমা দার সুস্থতা কামনা করছি।
পলু ভাই আমার ছবি এডিট করে বডি বিল্ডার বানায় দেন তাইলে
প্রেম সর্বত্র হয়
প্রেম সর্বত্র হয়
তো ! এতদিনের পুরানা একজন ফোরামিক হয়ে অপ্রয়োজনীয়ভাবে পুরানা একটা টপিকে এরকম আজ্যাইড়া পোষ্টের মানে কি ?
অনেকদিন পর ফোরামে এসেছেন বলে আপনাকে সতর্কবার্তা দিলাম না। একটু বুঝে শুনে পোষ্ট করবেন প্লিজ।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
০.০৬৬২০৯০৭৭৮৩৫০৮৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৬৬৯৭৭৫৯১০০৬২ টি কোয়েরী চলেছে