টপিকঃ জানতে চাই

ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে যে এত মাতামতি বাংলাদেশে, এইটার কারণ বা ইতিহাস টা কি?

Re: জানতে চাই

তাদের দু'দলের খেলাই সবার ভালো লাগে-
ব্রাজিল -সেই পেলের পর থেকে সবাই এই দলটিকে চেনে জানে, তার পর রোনাল্ডো সহ অনেক তারোকার সৃস্টি এই দলে
আর্জেন্টিনা -সেই ম্যারাডোনার পর থেকে সবাই এই দলটিকে চেনে জানে, তার পর অনেক তারোকার সৃস্টি এই দলে

Re: জানতে চাই