Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
প্রথমবার ছবিপুর মিটাপ টপিক পড়ে এতটাই এক্সাইটেড ছিলাম যে কোন রঙ এর শাড়ি পরব শাড়ির সাথে ম্যাচিং চুড়ি , দুল সব রেডি করে রেখেছিলাম( মেয়ে মানুষ তো সবার আগে এসবই মাথায় আসে
) । যাই হোক সেবার আমার প্রস্তুতি কাজে লাগে নাই কিন্তু এবার যখন সত্যি সত্যি মিটাপ হচ্ছে তখন আমি প্রচণ্ড শারীরিক অসুস্থতার জন্য দিনরাত বিছানায় পড়ে হাউ কাউ করছি। একেই বলে ভাগ্য ।
Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
গেট টুগেদার টা লাইভ দেখানোর ব্যবস্থা করা যায়? নিশ্চয় অসম্ভব কিছু না। পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে গেলাম।
Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
যারা মিটআপে অংশ গ্রহণ করতে ইচ্ছুক কিন্তু এখনো রেজি করেননি তারা দয়া করে এখনই রেজি করে নিন। সময় খুব বেশি নেই হয়তো রেজিষ্ট্রেশন ক্লোজ হয়ে যেতে পারে।
Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
নাহ আসতে পারলামনা।
কালকে ১০ টায় ভার্সিটি তে মেকাপ ক্লাস দিসে।
৭১ ১৯-০৬-২০১৪ ১৯:৩৯ সর্বশেষ সম্পাদনা করেছেন mizvibappa (১৯-০৬-২০১৪ ২০:১৪)
Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
আগামীকাল মনে হয় না আসতে পারব। হঠাৎ ই ঢাকার বাহিরে যাওয়া লাগছে
Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
৭৩ ১৯-০৬-২০১৪ ২১:১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন সালেহ আহমদ (১৯-০৬-২০১৪ ২১:১৮)
Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
মিটআপ সদস্যদেরকে রেসপন্সে আমি হতাশ ৷ এমনিতে অনেকেই মিটআপ নিয়ে অনেক আলোচনা করেছেন কিন্ত এখন রেসপন্স নাই ৷
Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
কালকে আসতে পারলাম না। মনে করেছিলাম সকালে পড়ে নামাজের পর যাব। কিন্তু কালকে ফ্রেন্ডের বার্থডে। অনুষ্ঠানের জন্য শুভকামনা
৭৭ ১৯-০৬-২০১৪ ২২:১২ সর্বশেষ সম্পাদনা করেছেন ফারহান খান (১৯-০৬-২০১৪ ২২:২০)
Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
বুঝলাম না। শুরুতে সবাই মিটাপ চাই হান চাই তেন চাই। এখন মিটাপের আগের দিক অমুক কাজ তমুক কাজ
কাজ তো ডেইলি থাকে। মিটাপে নিশ্চয়ই ডেইলি এসে এসে বোর হয়ে গেছেন এমন না। আর অনলাইন স্ট্রিমিং কাদের জন্য? যারা কাজের জন্য আসতে পারবে না কিন্তু ঠিকই পিসির সামনে বসে লাইফ স্ত্রিমিং দেখতে পারবে তাদের জন্য?
Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
আমি সকালে ঘুমাই কথা সত্য, হয়তো দেরি হবে আসতে কিন্তু আমি ঠিকই আসব
দেখা হবে, কথা হবে, সেলফি তোলা হবে
৭৯ ১৯-০৬-২০১৪ ২৩:০৪ সর্বশেষ সম্পাদনা করেছেন মেরাজ০৭ (১৯-০৬-২০১৪ ২৩:০৫)
Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
৮০ ১৯-০৬-২০১৪ ২৩:৩০ সর্বশেষ সম্পাদনা করেছেন mizvibappa (১৯-০৬-২০১৪ ২৩:৩১)
Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
মেহেদী ভাই একটা ফোন নম্বর দেন যাতে ফোরামের কেউ রাস্তা না চিনলেও ফোন দিয়ে যেন তাকে সাহায্য করা যায়। নইলে যাদের কাছে ফোরামের কারোও নম্বর নেই তারা তো খানিক ঝামেলায় পরে যাবে। আর অনুষ্ঠান সূচি কয়টা থেকে শুরু হবে??? সকাল কয়টা থেকে???
অফ টঃ ঘন্টাখানেক আগে সিলেট যাওয়ার প্রোগ্রাম বাতিল করেছি। মা সিলেট একা যাচ্ছে।