Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
ও Btw. কারো ফোন নাম্বার প্রথম পোস্টে দিয়ে দেন।
তুমি আমার প্রোফাইল থেকে আমার নম্বরটা সংগ্রহ করে রাখ। আর শুক্রবার সকাল ৯টা থেকে ৯.৩০ টায় পল্টন মোড়ে উপস্থিত থাকলে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারব।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
ও Btw. কারো ফোন নাম্বার প্রথম পোস্টে দিয়ে দেন।
তুমি আমার প্রোফাইল থেকে আমার নম্বরটা সংগ্রহ করে রাখ। আর শুক্রবার সকাল ৯টা থেকে ৯.৩০ টায় পল্টন মোড়ে উপস্থিত থাকলে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারব।
আমি একবার সালেহ ভাইয়ের অফিসে গিয়ে ছিলাম, কিন্তু এখন মনেহয়না আর চিনে যেতে পারবো।
সালেহ ভাইয়ের অফিসেকি লিফ্ট লাগাইছে
না লাগাইলে আমার জন্য একটা দড়ির ব্যবস্থা রাইখেন।
মেরাজ০৭ লিখেছেন:ও Btw. কারো ফোন নাম্বার প্রথম পোস্টে দিয়ে দেন।
তুমি আমার প্রোফাইল থেকে আমার নম্বরটা সংগ্রহ করে রাখ। আর শুক্রবার সকাল ৯টা থেকে ৯.৩০ টায় পল্টন মোড়ে উপস্থিত থাকলে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারব।
ও তাহলে তো ভালোই হয়। কারন মহাখালি সাইডে কিছু চিনিনা। কখনো যাইনাই। আচ্ছা আমি আপনার সংগে ১৯ তারিখ ফোনে আলোচনা করবো এ নিয়ে।
পার্পল আইটি লিমিটেড নাম ক্যান. ??
এখানে খানাদানা হয় ?? না আইটি প্রশিক্ষন দেয়া হয়. !! :p.
পার্পল আইটি লিমিটেড নাম ক্যান. ??
এখানে খানাদানা হয় ?? না আইটি প্রশিক্ষন দেয়া হয়. !! :p.
ফোরামে যারা অনিয়মিত এদেরকে ধরে এনে এখানে সাইজ করা হয় ।
আসসালামু আলাইকুম ভ্রাতা গণ!!
আমি সালেহ ভাইয়ের অফিস চিনি না........ ক্যামনে কি??
কোথাও কেউ নেই লিখেছেন:পার্পল আইটি লিমিটেড নাম ক্যান. ??
এখানে খানাদানা হয় ?? না আইটি প্রশিক্ষন দেয়া হয়. !! :p.ফোরামে যারা অনিয়মিত এদেরকে ধরে এনে এখানে সাইজ করা হয় ।
সাইজের কথা শুনলে এখন ভালো লাগে
কোথাও কেউ নেই লিখেছেন:পার্পল আইটি লিমিটেড নাম ক্যান. ??
এখানে খানাদানা হয় ?? না আইটি প্রশিক্ষন দেয়া হয়. !! :p.ফোরামে যারা অনিয়মিত এদেরকে ধরে এনে এখানে সাইজ করা হয় । ;q
অনিয়মিত দের কী ব্লগের মাধ্যমে ফেইসবুক থুক্কু ফোরাম চালানো শিখানো হয়. ?? (y) :dream:
মেয়েরা কেও কি আসছে? কেও যদি অনুগ্রহ করে জানাতেন ভাল হত।
মেয়েরা কেও কি আসছে? কেও যদি অনুগ্রহ করে জানাতেন ভাল হত।
আাসার তো কথা, এটলিস্ট ফোরামের এতগুলো ভাই আছে, সেই হিসেবে কয়েকজন ভাবী তো আসতেই পারেন।
জলকনা হয়তোবা আসবে।
আমি সালেহ ভাইয়ের অফিস চিনি না........ ক্যামনে কি??
আমিও চিনিনা। ইলিয়াস ভাইয়ের সংগে যাবো।
মিরপুর থেইকা ক্যাডা ক্যাডা যাইবো আমারে লইয়া যান
সাহো তুমি কুতায়
আমি সালেহ ভাইয়ের অফিস চিনি না........ ক্যামনে কি??
সকাল ৯টা হতে ৯.৩০ মিনিট পল্টন মোড় অথবা গোলাপশাহ মাজারে উপস্থিত থেকো। আমি তোমাকে নিয়ে যাব।
আচ্ছা নাস্তা কি খেয়ে যাবো নাকি না খেয়ে?
আসবো ইনশাল্লাহ
BTW সাইকেল পার্ক করা যাবে তো?
আচ্ছা নাস্তা কি খেয়ে যাবো নাকি না খেয়ে?
মেরাজ নাস্তা একটু খেয়ে আসবা, বাকিটা প্যাকেট করে নিয়ে আসবা ইনকেস যদি রাস্তায় দেরি হয়ে যায়
খেয়ে নিতে পারবা!
oporazita লিখেছেন:মেয়েরা কেও কি আসছে? কেও যদি অনুগ্রহ করে জানাতেন ভাল হত।
আাসার তো কথা, এটলিস্ট ফোরামের এতগুলো ভাই আছে, সেই হিসেবে কয়েকজন ভাবী তো আসতেই পারেন।
জলকনা হয়তোবা আসবে।
আমার এখনও সন্দেহ আছে আসিতে পারিব কিনা! তবে ইচ্ছা আছে চুপি চুপি এসে ঢু মেরে যাবার
আমরা এই দুই বাচ্চা মেয়ে ছাড়া আর কেউ নাই! দেখা গেছে আমরা মেয়ে দু জন গেছি আর আমাদের কোনায় কান ধরে বসায় রাখা হইছে!
আমার এখনও সন্দেহ আছে আসিতে পারিব কিনা!
তবে ইচ্ছা আছে চুপি চুপি এসে ঢু মেরে যাবার
![]()
আমরা এই দুই বাচ্চা মেয়ে ছাড়া আর কেউ নাই!দেখা গেছে আমরা মেয়ে দু জন গেছি আর আমাদের কোনায় কান ধরে বসায় রাখা হইছে!
আসোওওওওওও
ছবি টবি তুলে শেয়ার দিতে ভুলবেন না। পারলে ভিডিও কইরেন। সবাই একটু সেজে গুজে যাইয়েন। মানে পোলারা সুন্দর শার্ট / পাঞ্জাবী আর জলকনা আপুরা শাড়ী পড়তে ভুলবেন না যেনো। পারলে বিউটি পার্লার থেকে মেকাপ করে যাইয়েন। ছবিতে ভালো না আসলে পরে ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে।
দেখা গেছে আমরা মেয়ে দু জন গেছি আর আমাদের কোনায় কান ধরে বসায় রাখা হইছে!
জ্বী না, সোজা রান্নাঘরে পাঠানো হবে।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
০.০৮০০৯৬০০৬৩৯৩৪৩৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৩৫৬২৭৩৭২১৭৪৮ টি কোয়েরী চলেছে