Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
ইশ বিশ তারিখেই হতে হল? ২০ তারিখে বগুড়ায় আমাদের ফ্রিল্যান্সার মিটআপ আছে
পরের বার যাব ইনশাল্লাহ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
ইশ বিশ তারিখেই হতে হল? ২০ তারিখে বগুড়ায় আমাদের ফ্রিল্যান্সার মিটআপ আছে
পরের বার যাব ইনশাল্লাহ।
ফার্মগেট থেকে মহাখালি খুব দূরে ছিল না, চাইলে আসতে পারতেন। যাইহোক, দুঃখিত! অন্য কোথাও করা সম্ভব হচ্ছে না এই শর্ট টাইমে।
আচ্ছা পল্টন থেকে কোন বাস এ যাওয়া যাবে কেউ যানেন?
ইশ বিশ তারিখেই হতে হল?
২০ তারিখেই তো হচ্ছে
বি.দ্র. যারা আগে ফর্ম পুরন করেছেন তাদের কি আবার পুরন করতে হবে?
ডিয়ার এডমিন ,
"পরবাসী " দের অংশগ্রহণ এর জন্য কি ব্যাবস্থা ?
আচ্ছা পল্টন থেকে কোন বাস এ যাওয়া যাবে কেউ যানেন?
আপনার বাসা পল্টনে ? আমি মনে করেছি গ্রীনরোডের আশেপাশে।
প্রভাতী বনশ্রী,
স্কাইলাইন,
৩ নাম্বার লোকাল বাস,
বিআরটিসি (উত্তরাগামী)
গাজীপুর পরিবহন,
মতিঝিল পরিবহন,
বাসের তো অভাব নাই দেখি। আপনি প্রভাতী বনশ্রীতেই আসতে পারেন, আসার পর জাস্ট রাস্তা পার হয়ে এপারে।
ডিয়ার এডমিন ,
"পরবাসী " দের অংশগ্রহণ এর জন্য কি ব্যাবস্থা ?
রেজিস্ট্রেশন ওপেন আছে, ফ্লাইট ধরে চলে আসেন। আপনার যাতায়াতের দায়িত্ব আয়োজকের নয়।
লাইভ স্ট্রিমিং থাকবে কিনা এইটা টেকনিক্যাল সেকশনের উপর নির্ভর করছে।
ইমরান হাশমী, ফারহান আখতার এদের খোজ নাই, রেজিও করে নাই, কি অদ্ভুত! জানেও না মনে হয়।
মারবেন তো ভাই...
ইয়াদ করিয়াছেন, সাথে সাথে হাজির! আসার ইচ্ছে অনেক। রেজিস্ট্রেশনও করবো এখন। সিনিয়র ফোরামিকদের মধ্যে কারা আসছেন জানতে পারলে ভালো হতো, কিছু পরিচিত মুখ দেখলে খুব-ই ভাল লাগবে তাই আরকি।
মিটআপ এর ফুটুগ্রাফার আনানোর ব্যবস্থা করেন, ব্যাফুক ফুটুক তুলতে হইবেক!
মিটআপ এর ফুটুগ্রাফার আনানোর ব্যবস্থা করেন, ব্যাফুক ফুটুক তুলতে হইবেক!
তারেক ভাই, বাবর ভাই, আপনি তো আছেন, ফারহানকে খুজে পাচ্ছি না। অভাব নাই।
ফারহানকে খুজে পাচ্ছি না।
ফারহানকে ফেবুতে সকালে ম্যাসেজ দিলাম তা্রও কোন রিপ্লাই নাই
আসার পর জাস্ট রাস্তা পার হয়ে এপারে।
ধন্যবাদ। আসতে পারি তাহলে। তবে কোনো গ্যারান্টি নাই। কোনো ঝামেলা হলে নাও আসতে পারি। তবে ৬০% আসতে পারি ধরে নেন।
আপনার বাসা পল্টনে ? আমি মনে করেছি গ্রীনরোডের আশেপাশে।
হি হি আপনি কি ভাবছিলেন আমি পান্থপথ বা ফার্মগেট আমার বাসার কাছে বলে নির্বাচন করেছিলাম?
ও Btw. কারো ফোন নাম্বার প্রথম পোস্টে দিয়ে দেন। কারন অনেকেই পথ বা অফিস টা নাও চিন্তে পারে (যেমন আমি )। তখন ফোন করে যেন পাওয়া যায়।
আচ্ছা আমি তো রেজিষ্ট্রেশন করেছিলাম প্রথমে, কিন্তু কোন মেইল কিন্তু আমি আর পাই নাই, কিছু জানি না আর, নেটে নিয়মিত না আমি বেশ কিছুদিন ধরে, সব কথার শেষ কথা চইলা আসতেছি কনফার্মেশন মেইল পাই আর না পাই
কিন্তু কোন মেইল কিন্তু আমি আর পাই নাই
আপনার রেজি: কনফার্ম। আর এতে রিটার্ন মেইল যায় না।
তখন ফোন করে যেন পাওয়া যায়।
অবশ্যই পাবে, তোমার খেদমতে বান্দার সব সময় হাজির থাকবে।
ইলিয়াস ভাই, ছবিপু নীলাপু এদের কোনো খবর আছে?
ছবি ভাই নীলা ভাই এদের খবর জানি না। তবে ইলিয়াস ভাইকে যদি আল্লাহ বাঁচায়া রাখেন তাহলে অবশ্যই আসবেন।
এত বাধা ও বিপত্তি পিরিয়ে যারা এর আয়োজন করছেন তাদেরকে অনেক ধন্যবাদ।
যদি স্কাইপ বা অন্য কোন মাধ্যম থেকে যোগ দেয়া যায় তাহলে এই অধম ও অন্তত: ঘন্টা খানেকের জন্য যোগ দিতে পারে।
বি:দ্র: নিউইয়র্কে কতজন থাকেন? ৫-১০ হলে আমরাও একদিন আয়োজন করে ফেলতে পারি ।
এত বাধা ও বিপত্তি পিরিয়ে যারা এর আয়োজন করছেন তাদেরকে অনেক ধন্যবাদ।
![]()
![]()
যদি স্কাইপ বা অন্য কোন মাধ্যম থেকে যোগ দেয়া যায় তাহলে এই অধম ও অন্তত: ঘন্টা খানেকের জন্য যোগ দিতে পারে।
বি:দ্র: নিউইয়র্কে কতজন থাকেন? ৫-১০ হলে আমরাও একদিন আয়োজন করে ফেলতে পারি
।
summer টা নিউইয়র্কেই আছি খবর দিয়েন কোনো প্ল্যন হলে। মনে হয় না ৫/১০ প্রজন্মবাসী আছেন তবে ব্লগ বা অন্য কোনো প্ল্যটফরম মিলালে হইতে পারে।
যদি স্কাইপ বা অন্য কোন মাধ্যম থেকে যোগ দেয়া যায় তাহলে এই অধম ও অন্তত: ঘন্টা খানেকের জন্য যোগ দিতে পারে।
ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে।
আসতে পারি তাহলে। তবে কোনো গ্যারান্টি নাই। কোনো ঝামেলা হলে নাও আসতে পারি। তবে ৬০% আসতে পারি ধরে নেন।
যাত্রাবাড়ী থেকে সাইফুল ইসলাম এবং নীলকাব্য আসবেন। আপনি চাইলে উনাদের সাথে যোগাযোগ করে একসাথে আসতে পারেন, সেটা ভালই হবে সম্ভবত আপনার জন্য
নিউইয়র্কে কতজন থাকেন? ৫-১০ হলে আমরাও একদিন আয়োজন করে ফেলতে পারি
।
আমার জানা মতে আপ্নারে নিয়া ফোরামের ৫-৬ জন আছে.....
২০ তারিখে আসতে পারব কিনা এখনো সন্দিহান।কারণ জরুরী কাজে সিলেট যাওয়া লাগতে পারে
কাহিনী হল মিটাপের পিছে এক সময় মেলা ঘুরাঘুরি করে লাভের লাভ কিছুই হয় নাই। কিন্তু আম আর লেচু ব্যাপারী যে একদিকে বাজিমাত করে নিজেই কাত হয়ে গেসে সেটা আর বুঝতে পারি নাই। আর ইলিয়াস ভাই লিঙ্ক দিসেন সক্কাল বেলা। আমি ফেসবুকে বসি রাতের ১১ টার দিকে। তাই দেখি নাই। শুরু থেকেই তো যাবো সিউর। আবার যে রেজিস্ট্রেশন করতে হবে সেটা জানা ছিল না । যাই হোক। রেজি করে ফেলছি
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
০.০৯৭৮১৮১৩৬২১৫২১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.০৫৭৬১৪৭৮৪০৮৬ টি কোয়েরী চলেছে