Re: নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
ইশ বিশ তারিখেই হতে হল? ২০ তারিখে বগুড়ায় আমাদের ফ্রিল্যান্সার মিটআপ আছে
পরের বার যাব ইনশাল্লাহ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
ইশ বিশ তারিখেই হতে হল? ২০ তারিখে বগুড়ায় আমাদের ফ্রিল্যান্সার মিটআপ আছে
পরের বার যাব ইনশাল্লাহ।
ডিয়ার এডমিন ,
"পরবাসী " দের অংশগ্রহণ এর জন্য কি ব্যাবস্থা ?
আচ্ছা আমি তো রেজিষ্ট্রেশন করেছিলাম প্রথমে, কিন্তু কোন মেইল কিন্তু আমি আর পাই নাই, কিছু জানি না আর, নেটে নিয়মিত না আমি বেশ কিছুদিন ধরে, সব কথার শেষ কথা চইলা আসতেছি কনফার্মেশন মেইল পাই আর না পাই
রাসেল ভাই আসছেন তাহলে। দেখা হবে অবশেষে।
ইলিয়াস ভাই, ছবিপু নীলাপু এদের কোনো খবর আছে?
এত বাধা ও বিপত্তি পিরিয়ে যারা এর আয়োজন করছেন তাদেরকে অনেক ধন্যবাদ।
যদি স্কাইপ বা অন্য কোন মাধ্যম থেকে যোগ দেয়া যায় তাহলে এই অধম ও অন্তত: ঘন্টা খানেকের জন্য যোগ দিতে পারে।
বি:দ্র: নিউইয়র্কে কতজন থাকেন? ৫-১০ হলে আমরাও একদিন আয়োজন করে ফেলতে পারি ।
২০ তারিখে আসতে পারব কিনা এখনো সন্দিহান।কারণ জরুরী কাজে সিলেট যাওয়া লাগতে পারে
কাহিনী হল মিটাপের পিছে এক সময় মেলা ঘুরাঘুরি করে লাভের লাভ কিছুই হয় নাই। কিন্তু আম আর লেচু ব্যাপারী যে একদিকে বাজিমাত করে নিজেই কাত হয়ে গেসে সেটা আর বুঝতে পারি নাই। আর ইলিয়াস ভাই লিঙ্ক দিসেন সক্কাল বেলা। আমি ফেসবুকে বসি রাতের ১১ টার দিকে। তাই দেখি নাই। শুরু থেকেই তো যাবো সিউর। আবার যে রেজিস্ট্রেশন করতে হবে সেটা জানা ছিল না । যাই হোক। রেজি করে ফেলছি
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » নোটিশ :: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪
০.০৭০৩৫১৮৩৯০৬৫৫৫২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৬.১২০৫৫০০৬৬৫৯৩ টি কোয়েরী চলেছে