সর্বশেষ সম্পাদনা করেছেন মাহীর (১৩-০৬-২০১৪ ১২:১২)

টপিকঃ ব্রাজিল ৩ - ১ ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয়া কালকে যেভাবে খেলা শুরু করেছিল যে দেখে মনে হয়েছিল ব্রাজিল একটি নতুন রেকর্ড করতে যাচ্ছে ! স্বাগতিক হিসেবে প্রথম ম্যাচ হারার রেকর্ড!!! যা আগে কখনো হয়েনি । কিন্তু না, আবার ইন্ডিভিজুয়াল পার্ফর্মেন্স এর কারনে ব্রাজিল জয় নিশ্চিত করলো । নেইমার, অস্কার একেবারের দুর্দান্ত খেলেনি। হোসে মোরিনহোর কারনে অস্কারের ডিফেন্সিভ পাওয়ার বৃদ্ধি পেলেও স্কিল মনে হয় একটু কমেছে । যাই হোক তারপরও বলা যায় যে ভালোই খেলেছে । নেইমার এর অবস্থা যেন রোনালদো-মেসির ঠিক উলটা! বার্সেলোনায় খুব একটা ভালো না খেললেও জাতীয় দলে ঠিকি গোল করে যাচ্ছে । এই দুই জনের জন্যই ব্রাজিল কালকে জয়টা পেয়েছে । মার্সেলো আর আলভেস খুব একটা সুবিধা করতে পারেনি । আর সিলভা আর লুইজের এর ডিফেন্সিভ পার্টনার্শিপ খুব একটা ভালো ছিল না এবং ফ্রেডকে খুব একটা খুজে পাওয়া যায়নি যদিও সে একটি পেনাল্টি আদায় করে নিয়েছে । ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ড ছিল দুর্বল তাই ক্রোয়েশিয়ার কাউন্টার অ্যাটাকগুলো ব্রাজিলকে খুব সমস্যায় ফেলেছিল । অপরদিকে ক্রোয়েশিয়ার কাছ থেকে ইন্ডিভিজুয়াল পার্ফর্মেন্সের চেয়ে দলীয় ভাবে মার্কিং খেলাই বেশি গুরুত্বপুর্ন ছিল যেন । লুকা মডরিচ খুব একটা ভালো খেলেনি ।

সরাসরি বলা যায় যে ব্রাজিল কালকে ক্রোয়েশিয়ার চেয়ে ভালো খেলেছে অ্যাটাকিং-এ, যদিও ক্রোয়েশিয়া কিছু ভালো সু্যোগ তৈরি করেছিল । তবে মার্সেলোর অউন গোল একটু সমস্যায় ফেলেছিল ব্রাজিলকে । কালকে একটা ব্যাপার বোঝা গেলো যে ইউরোপিয়ান কঠিন মার্কিং খেলা ব্রাজিলের মিডফিল্ডকে দুর্বল করে দিতে পারে, তাই অন্যান্য দলগুলো এ খেলা দেখে কিছু সুবিধা নিতে পারে । আর ব্রাজিলের উচিত এই কঠিন মার্কিং খেলার সাথে দ্রুত মানিয়ে নেওয়া ।

নেইমার ২টি, অস্কার ১টি গোল করেছে এবং মার্সেলো ১টি অউন গোল করেছ । বল বেশি ভাগ সময় ব্রাজিলের দখলে ছিল ।

Re: ব্রাজিল ৩ - ১ ক্রোয়েশিয়া

গতকাল যা দেখালো ব্রাজিল। এভাবে খেললে আর ফাইনালে যাওয়া লাগবেনা। তবে অস্কার ভালোই ফাউলের স্বীকার হয়েছে বেচারা। ক্রোয়েশিয়ানরা সম্ভবত নেইমার আর অস্কারের উপর ক্ষেপা ছিল।

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ব্রাজিল ৩ - ১ ক্রোয়েশিয়া

Re: ব্রাজিল ৩ - ১ ক্রোয়েশিয়া

Re: ব্রাজিল ৩ - ১ ক্রোয়েশিয়া

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ব্রাজিল ৩ - ১ ক্রোয়েশিয়া

সর্বশেষ সম্পাদনা করেছেন mizvibappa (১৩-০৬-২০১৪ ১৫:০৪)

Re: ব্রাজিল ৩ - ১ ক্রোয়েশিয়া

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

Re: ব্রাজিল ৩ - ১ ক্রোয়েশিয়া

সর্বশেষ সম্পাদনা করেছেন মাহীর (১৩-০৬-২০১৪ ১৬:২২)

Re: ব্রাজিল ৩ - ১ ক্রোয়েশিয়া

১০

Re: ব্রাজিল ৩ - ১ ক্রোয়েশিয়া