১০১

Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১০২ সর্বশেষ সম্পাদনা করেছেন সেজান (১৩-০৬-২০১৪ ১৭:২০)

Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)

অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যশা করেন আগে নিজে সে আচরন করুন।

১০৩ সর্বশেষ সম্পাদনা করেছেন রহস্য মানব (১৩-০৬-২০১৪ ১৭:৩২)

Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)

মানুষ মাত্রই মরন শীল , কিন্ত নশ্বর নয় ।।

১০৪

Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)

ঢাকা শহর বা তার আসে পাশে যে কোন ভালো জায়গায় এবং সাধ এবং সাধ্যে মধ্যে হলেই হলো

১০৫

Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)

ক্রেস্ট কিসের জন্য  isee আর টিশার্ট নিয়ে পড়ে ক্যাচাল লাগবে, কারো বড় সাইজ কারো ছোট সাইজ, এইদিকে আপুরা টি শার্ট নিয়ে বাসায় ফেলে রাখবে, কাজের কাজ কিছুই হবেনা, আমরা যেহুতু র্যালি বা বিশাল বড় আয়োজনের কিছু করছি না সেহুতু টিশার্ট এর কোন ধরণের কোন দরকার আছে বলে মনে করতে পারছি না sad মগ থাকতে পারে উপহার হিসেবে, এইটা উপহার পাওয়া ছাড়াও বাসায় পানি, কোক খাওন যাইবো  cool


আর আমরা শেয়ারিং কেয়ারিং সিস্টেমে কাজ করতে পারি, ধরা যাক কেউ কেউ আমরা লিনাক্সের নতুন ভার্সনগুলো নিয়ে আসতে পারি, অপেনসোর্স বা ফ্রীওয়্যার সফটওয়্যার ছাড়াও হয়তো আরো কিছু আনা যেতে পারে, আমি উবুন্তু ubuntu-14.04-desktop-64বিট নিয়ে আসতে পারি কারো লাগলে  big_smile লিবারকি এর একটা বেশ বড় কালেকশন আছে সেটাও চাইলে কেউ নিতে পারেন smile

১০৬

Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)

আপডেট: আমরা লোকেশন ফিক্স করে ফেলেছি। এখন পর্যন্ত ৩০ জনের মত সদস্যের রেসপন্স এসেছে, আমরা সেই হিসেবে লোকেশন মোটামুটি ফাইনালাইজ করেছি। কেবল ধন্যবাদ জানালে বরং ছোটই করা হবে যাদের সাহায্য পেয়েছি এই কাজে।

বিস্তারিত পরে আলাদা টপিকে জানিয়ে দেয়া হবে।
এখন পর্যন্ত ৩০ জনের রেসপন্স পেয়েছি আমরা। হয়তো আর ৪-৫জন বাড়বে।

ধন্যবাদ সবাইকে। যাদের কাছে যা আছে তাই নিয়ে প্রিপারেশন শুরু করে দিতে পারেন আপাতত।

১০৭ সর্বশেষ সম্পাদনা করেছেন নির্জন (১৫-০৬-২০১৪ ১৪:৫২)

Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)

প্রথমেই এর আয়োজকদের ধন্যবাদ এরকম একটা পরিকল্পনার জন্য।

১০৮

Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)

মোটামুটি টপিকের সবার কমেন্টসই পড়লাম। ভাল লাগল।
তবে একটা কথা না-বলে পারছি না; এসব আয়োজন করতে গেলে অনেক ঝড়-ঝাপটা পোহাতে হয়, অনেক কিছু হাসিমুখে সহ্য করতে হয়। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। এক্ষেত্রে অনেক বড় ইভেন্ট নিয়ে কাজ করার তিক্ত, বিরক্ত এবং মজাদার অভিজ্ঞতাও আছে।  তাই এসব মেনে নিয়ে এই সমস্ত কাজে হাত দেওয়া উচিত। এজন্য সবকিছুর একটা প্ল্যানিং আগেভাগে ঠিক করে নেওয়াটা ভাল। যেমন, কমেন্টেস-এ দেখলাম ভেন্যু নিয়েই অনেকে অনেক মতামত দিলেন। দিতেই পারেন। তবে সবার মতামত যে ঠিক হবে কিংবা উপযুক্ত হবে কিংবা সবার কথাই যে রাখার মত হবে সেটা মনে করারও কোনও কারণ নেই। আবার সবার টাইমটেবিল যে এক হবে সেটাও সম্ভবপর নয়। এজন্য আয়োজকদেরই আগে এসব বিষয় ঠিক করে নেওয়া উচিত।

যাক, অপ্রাসঙ্গিক কিছু বলে থাকলে দু:খিত।
তারপরও দু:সাহস করে এই উদ্যোগ নেওয়ার জন্য অভিনন্দন।
সাথে আছি।

::::   নিজের কাজটুকু নিজেকেই করতে হবে, অন্যের আশায় বসে থাকলে হা-হুতাশ ছাড়া কিছুই করার থাকে না  ::::

১০৯

Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)

আমার নাম কি লিস্টে আছে, ফরম পূরণ করেছি কিনা মনে করতে পারছি না nailbiting

১১০

Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)

নাহ, আপনার নাম লিস্টে নাই। রেজি করেন এখনই।