Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
কি লুইজ্জার কথা
আমি এতদিন রেজিঃ করি নাই
কেন গুলশান বনানী,প্রগতি সরনী,উওরা ছাড়া কি আর আপনার কিছু চোখে পড়তাছেনা
জার্নি টা কম হয় আরকি
ঘুরে ফিরেই তালগাছের দিকে যাই আর কি
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
কি লুইজ্জার কথা
আমি এতদিন রেজিঃ করি নাই
কেন গুলশান বনানী,প্রগতি সরনী,উওরা ছাড়া কি আর আপনার কিছু চোখে পড়তাছেনা
জার্নি টা কম হয় আরকি
ঘুরে ফিরেই তালগাছের দিকে যাই আর কি
বনানীর এই রেস্ট্ুরেন্ট টি একটু ব্যাতিক্রম - ভিতরেও বসার ব্যাবস্থা আছে আবার বাহিরেও ব্যাবস্থা আছে,তবে তাদের রেইট বা ম্যানু সম্পর্কে খোজ নিয়ে জানাতে পারবো
আপনারা কেউ চিনতে পেরেছেন রেস্টুরেন্টটা? এই সেই রেস্টুরেন্ট যেখানে আমরা ২০১১ সালের মিটআপ করেছিলাম।আমার মতে খারাপ হবেনা।কারন গতবার তো আমাদের বাজেট অনুসারে বেশ ভালভাবে আমরা কমপ্লিট করতে পেরেছিলাম।যদিও দুপুরে খাবারে রাইস এর কোন ব্যবস্থা ছিল না তবু খাবারটা বেশ ভালই ছিল।
বনানীর সাইটটা আউল ভাই একটু কষ্ট করে খোজ নিয়ে দেখতে পারেন।আর পান্থপথে তো মনে হয় ডেডলক ভাই থাকে ডেডলক ভাই একটু কষ্ট করে খোজ খবর নিলেই তো হয়।উনি না হয় মিটআপে আসবে না কিন্তু খোজ খবর নিয়ে তো আমাদের জানিয়ে তো একটু উপকার করতে পারেন
আবার সবাই দেখি ত্যানা প্যাচানো শুরু করেছেন এখানে না অখানে , অখানে না সেখানে এমনে করলে ক্যামনে হুম !
আমারতো মনে হয় আজ যদি বলা হয় প্রজন্ম ফোরাম মিটাপ দেশে না করে বিদেশে করা হবে অনেকটা হয় না এওয়ার্ড শো তাইলেও দেখা যাবে কেউ আবদার ধরবে ইন্ডিয়াতে তাজমহলের গোড়ায় হোক আবার কেউ বলবে নেপালের কাঠমন্ডুতে হোক আবার উদা দা আর নাদিয়া আপু এসে কান্না জুড়বে না ! না ! ব্রিকলেনের ঐদিক টাতেই করতে হবে কত্ত সুন্দর জায়গা
এভাবে দিনের পরে দিন চলতেই থাকবে ......তাইলে আর মিটাপ করা লাগবে না শুধু বসে বসে সুন্দর সুন্দর ভ্যানুর লিষ্টি করতে হবে
আজকে সম্ভাবত ১৩ তারিখ ২০ তারিখে মিটাপ...একটা মেন্টালি প্রিপারেশন সহ অর্গানাইজের বিষয়গুলাও নিয়ে ভাবতে হবে তাই না , এখনো যদি ভ্যানু নিয়েই এলোমেলো থাকি তাহলে কিভাবে হবে আর *** আমিও অসুস্থ হবার টাইম পাইলাম না ভাবছিলাম ৩-৪ দিন আগে যেয়ে সব কিছু গুছিয়ে করে ফেলব আর এখন হাতে স্যালাইন ঝুলায় নিয়ে বসে থাকতে হচ্ছে
যাই হোক আউলদা যে লোকেশনটা দিয়েছে রোল এক্সপ্রেস রেস্টুরেন্ট এখানেই মনে হয় ২০১১ তে সেকেন্ড মিটাপ করা হয়েছিল সে হিসাবে জায়গাটা সবার পরিচীতই থাকার কথা শুধু সমস্যা হবে খাবারের দাম নিয়ে সেটা যদি বাইরে থেকে নিয়ে আসলে তাদের কোন আপত্তি না থাকে তাহলে বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা যেতে পারে কেমন।
অথবা বলবো সেই স্টার কাবাবের কথা এদের সাথে যোগাযোগ করলে একটা ফ্লোরে সুন্দরভাবে এরেঞ্জ করে দেয় সেই ক্ষেত্রে বনানীতে করা যেতে পারে আবার কাওরান বাজারেও করা যেতে পারে আমি ফোন দিয়েছিলাম মাগার কেউ ফোন ধরলোই না এখানে ডিটেইলস আছে
http://www.bdfoodnavi.com/detail/97
* আর থার্ডলি কোন খোলা মেলা জায়গায় করা যেতে পারে সেখানে প্রাণ খুলে অনেক মজা করা যাবে বলে মনে হয় এখন খোলা মেলা জায়গা বলতে আমার মাথাতে গুলিস্তানের পাশে সিটি কর্পোরেশন অফিসের অপোজিটে যে পার্কটা আছে সেখানে করা যেতে পারে অথবা এলিফ্যান্ট রোডের ঐ দিকেও একটা বেশ নিরিবিলী পার্ক আছে আর পার্ক সম্পর্কে আরো সুন্দর পরামর্শ দিতে পারবে জল কনা
তবে আমার মতে পার্কে খোলামেলা ভাবে করাটা বেস্ট হবে সেই ক্ষেত্রে আশে পাশে যে সব ঝাড়ুদার খালাদের দেখা যায় ৫০-৬০ টাকা দিলেই সিলেক্টেড জায়গাটা পরিস্কার করে দিবে ,ভেতরে বেঞ্চতো এমনিতেই থাকেই তারপরেও খুব সহযেই চেয়ারের ব্যাবস্থাও করা যাবে
# এবার আসি অন্য প্রসঙ্গে যেহেতু আর সময় নাই হাতে , গিফট হিসাবে কি দেওয়া যেতে পারে সেটা নিয়ে ভাবতে পারেন তবে সদস্য সংখ্যা কম হওয়াই সব কিছুর দামই বেশি পড়বে যেমন আমি Tzone এর আরমান ভাইয়ার সাথে কথা বলেছিলাম টি শার্টের ব্যাপারে সংখ্যাই কম হওয়াই প্রতি পিছ পরবে ১০০ + যাস্ট গোল গলা , আবার ক্রেস্টের ক্ষেত্রেও তাই , তাই কোন স্পন্সর না পেলে এদিকে না যাওয়াই ভালো তার চেয়ে বেটার হতে পারে মগে প্রজন্ম ফোরাম মিটাপ ২০১৪ লিখে প্রিন্ট করে নেওয়া যেতে পারে , অথবা আদারস কিছু আচ্ছা চিনামাটির প্লেটে প্রিন্ট করে যে ক্রেস্টটা করা হয় সেটা কত করে পড়বে কোন আইডিয়া আছে কারো
সর্বোপরি সকল সিদ্ধান্ত খুব দ্রুতই নিতে হবে কারন হাতে একদমই সময় নাই সো হারি আপ !!
আর আমি উপস্থিত থাকতে পারি আর না পারি যতটুকু পারি সহযোগীতা করার চেষ্টা করব আর মিটাপের সাথেই থাকব কেমন ।
সবশেষে যারা এখনো রেজিঃ করেন নি প্লিজ আর দেরি না করে রেজিঃ করে ফেলুন তাহলে কাজটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা প্রোপার এস্টিমেশন পাওয়া যাবে কেমন
আসুন একই সাথে " মনের টানে মেতে উঠি প্রাণের উন্মাদনায় "
ঢাকা শহর বা তার আসে পাশে যে কোন ভালো জায়গায় এবং সাধ এবং সাধ্যে মধ্যে হলেই হলো
ক্রেস্ট কিসের জন্য আর টিশার্ট নিয়ে পড়ে ক্যাচাল লাগবে, কারো বড় সাইজ কারো ছোট সাইজ, এইদিকে আপুরা টি শার্ট নিয়ে বাসায় ফেলে রাখবে, কাজের কাজ কিছুই হবেনা, আমরা যেহুতু র্যালি বা বিশাল বড় আয়োজনের কিছু করছি না সেহুতু টিশার্ট এর কোন ধরণের কোন দরকার আছে বলে মনে করতে পারছি না
মগ থাকতে পারে উপহার হিসেবে, এইটা উপহার পাওয়া ছাড়াও বাসায় পানি, কোক খাওন যাইবো
আর আমরা শেয়ারিং কেয়ারিং সিস্টেমে কাজ করতে পারি, ধরা যাক কেউ কেউ আমরা লিনাক্সের নতুন ভার্সনগুলো নিয়ে আসতে পারি, অপেনসোর্স বা ফ্রীওয়্যার সফটওয়্যার ছাড়াও হয়তো আরো কিছু আনা যেতে পারে, আমি উবুন্তু ubuntu-14.04-desktop-64বিট নিয়ে আসতে পারি কারো লাগলে লিবারকি এর একটা বেশ বড় কালেকশন আছে সেটাও চাইলে কেউ নিতে পারেন
আপডেট: আমরা লোকেশন ফিক্স করে ফেলেছি। এখন পর্যন্ত ৩০ জনের মত সদস্যের রেসপন্স এসেছে, আমরা সেই হিসেবে লোকেশন মোটামুটি ফাইনালাইজ করেছি। কেবল ধন্যবাদ জানালে বরং ছোটই করা হবে যাদের সাহায্য পেয়েছি এই কাজে।
বিস্তারিত পরে আলাদা টপিকে জানিয়ে দেয়া হবে।
এখন পর্যন্ত ৩০ জনের রেসপন্স পেয়েছি আমরা। হয়তো আর ৪-৫জন বাড়বে।
ধন্যবাদ সবাইকে। যাদের কাছে যা আছে তাই নিয়ে প্রিপারেশন শুরু করে দিতে পারেন আপাতত।
প্রথমেই এর আয়োজকদের ধন্যবাদ এরকম একটা পরিকল্পনার জন্য।
মোটামুটি টপিকের সবার কমেন্টসই পড়লাম। ভাল লাগল।
তবে একটা কথা না-বলে পারছি না; এসব আয়োজন করতে গেলে অনেক ঝড়-ঝাপটা পোহাতে হয়, অনেক কিছু হাসিমুখে সহ্য করতে হয়। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। এক্ষেত্রে অনেক বড় ইভেন্ট নিয়ে কাজ করার তিক্ত, বিরক্ত এবং মজাদার অভিজ্ঞতাও আছে। তাই এসব মেনে নিয়ে এই সমস্ত কাজে হাত দেওয়া উচিত। এজন্য সবকিছুর একটা প্ল্যানিং আগেভাগে ঠিক করে নেওয়াটা ভাল। যেমন, কমেন্টেস-এ দেখলাম ভেন্যু নিয়েই অনেকে অনেক মতামত দিলেন। দিতেই পারেন। তবে সবার মতামত যে ঠিক হবে কিংবা উপযুক্ত হবে কিংবা সবার কথাই যে রাখার মত হবে সেটা মনে করারও কোনও কারণ নেই। আবার সবার টাইমটেবিল যে এক হবে সেটাও সম্ভবপর নয়। এজন্য আয়োজকদেরই আগে এসব বিষয় ঠিক করে নেওয়া উচিত।
যাক, অপ্রাসঙ্গিক কিছু বলে থাকলে দু:খিত।
তারপরও দু:সাহস করে এই উদ্যোগ নেওয়ার জন্য অভিনন্দন।
সাথে আছি।
আমার নাম কি লিস্টে আছে, ফরম পূরণ করেছি কিনা মনে করতে পারছি না
নাহ, আপনার নাম লিস্টে নাই। রেজি করেন এখনই।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
০.০৭৩৩৯৮৮২৮৫০৬৪৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৮.৪০৫৮০৯৫০২৪৬৪ টি কোয়েরী চলেছে