Re: জরুরী ভিত্তিতে সাহায্য কামনা করছি
আঙ্কেল কিছু ওয়েট লুজ করলে সব ঠিক হয়ে যাবে
নইলে সাইকোলজিক্যাল সেশন লাগতে পারে...
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » স্বাস্থ্য » জরুরী ভিত্তিতে সাহায্য কামনা করছি
আঙ্কেল কিছু ওয়েট লুজ করলে সব ঠিক হয়ে যাবে
নইলে সাইকোলজিক্যাল সেশন লাগতে পারে...
বুক অনেক বিশাল একটা যায়গা। বুকের ঠিক কোন যায়গায় ব্যাথা করছে সেটা আইডেন্টিফাই করতে পারলে অনেক কিছু পরিস্কার হয়।
১) বক্ষব্যাধি ইনস্টিটিউটের রিপোর্ট কতটুকু ঠিক আমি জানি না, তবে পরীক্ষাগুলো ভালো কোনো ল্যাব থেকে করে দেখতে পারেন।
২) কাশি আছে কি না বলেননি। কারন কাশি, বুকে ব্যথা, ওজন কমা, হাল্কা হাল্কা জ্বর এগুলো টিবির লক্ষণ।
৩) ইউরিন ইনফেকশনের হোক আর অন্য কোনো কারণেই হোক, অধিকাংশ ক্ষেত্রেই কোনো জীবাণুর কারনে জ্বর আসে। কিন্তু আপনার ওষুধের লিস্টে কোনো এন্টিবায়োটিক নেই। তবে বয়স্ক মানুষ ওষুধ যত কম খাওয়া যায় ততই ভালো।
৪) আমার ধারনা সিটি স্ক্যান থেকে এমআরআই ভালো। সিটি স্ক্যানে অনেক কিছুই ধরা পড়েনা যা এমআরআই তে ধরা পড়ে। তবে এই দামি পরীক্ষাটা আসলেই করা লাগবে কি না সেটাও একটা ব্যাপার। অনেক সময় বড় কমিশনের কারনেও অনেক ডাক্তার এই পরীক্ষাগুলো দিয়ে থাকে।
৫) আপনার বাবাকে নিয়মিত খাওয়া দাওয়া করতে বলেন। প্রেসার, ডায়াবেটিস ও গ্যাস্ট্রিক কন্ট্রোলে রাখতে বলেন তাতেই ভাল থাকবেন। আপনার বাবার সুস্থতা কামনা করি।
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » স্বাস্থ্য » জরুরী ভিত্তিতে সাহায্য কামনা করছি
০.০৩৯৭৬৭০২৬৯০১২৪৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৪১.৫৫৯৬২৪১১৩৪৩৩ টি কোয়েরী চলেছে