Re: প্রজন্ম গেট-টুগেদার ২০১৪ (অফিশিয়াল)
সালেহ আহমদ লিখেছেন:পান্থপথের দিকে হলে ভাল হয়। এতে সবার আসতে সুবিধা হবে।
সবার নয় সালেহ ভাই!!! বনানী হলে অনেকটা ব্যাটার হয়।কারণ সব সময়ই এখানে সব গন্তব্যের বাস পাওয়া যায়। কেননা জায়গা যেটাই নির্বাচন করুন না কেন সবার যাতায়াতের কথাটা ও বিবেচনা করা জরুরী।
এই কথা বললে বেটার অপশন ফার্মগেট ঢাকা এবং ঢাকার বাহিরে যাবার সমস্ত গাড়ির পাওয়া তো যাবেই, আর না গেলেও একটা না একটা যোগসূত্র থাকবেই
█ দেশ, দশ, দুনিয়া তথা বিশ্ব ব্রম্মান্ড হইতে নহে ষাইফ ঋাষেল আপাতত ফেসবুক হইতে আনা গাইয়েবুন